বিভাগের ২১ আসনে বিএনপির ৭৩ নেতার দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ বিভাগের ২১ আসনে বিএনপির ৭৩ নেতার দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ - ajkerparibartan.com
বিভাগের ২১ আসনে বিএনপির ৭৩ নেতার দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ

3:12 pm , November 12, 2018

খান রুবেল ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হতে শুরু হয়েছে বিএনপির নেতাদের মনোনয়ন লড়াই। মনোনয়ন প্রত্যাশী নেতারা সংগ্রহ করছেন দলীয় ফরম। দলটির এ কার্যক্রম শুরুর প্রথম দিনেই বরিশাল বিভাগের ২১টি আসনে ৭৩টি ফরম সংগ্রহ করেছে বিভিন্ন পর্যায়ের মনোনয়ন প্রত্যাশীরা। আজ মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষ এবং আগামী কাল বুধবারের মধ্যে তা জমা নেয়া হবে। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির উপ-দপ্তর সম্পাদক টিপু ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন এই তথ্য নিশ্চিত করেছেন। বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা ওই দুই নেতা জানান, মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরুর প্রথম দিনেই দক্ষিণাঞ্চলের অর্থাৎ বরিশালের ২১টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের ভীর জমে যায় দলীয় কার্যালয়ে। অনুসারী কর্মী-সমর্থকদের সাথে নিয়ে দলীয় কার্যালয় থেকে নির্ধারিত মূল্যে ফরম সংগ্রহ করেছেন। সে অনুযায়ী প্রথম দিনেই বিভাগের ৬টি জেলার ২১ আসনের বিপরিতে ৭৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে বরিশাল জেলার ৬টি আসনেই ২৫টির অধিক মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে।
এদের মধ্যে বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলার সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও কামরুল ইসলাম সজল, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শহিদুল হক জামাল ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল দক্ষিণ জেলার সহ-সভাপতি সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। পিরোজপুর-১ আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শহিদুল হক জামাল। বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, বরিশাল-৪ আসনে সাবেক মন্ত্রী শাহ আবুল হোসেন, কবির উদ্দিন আফছারী, বরিশাল-৫ (সদর) আসনে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, বিসিসি’র সদ্য বিদায়ী মেয়র মো. আহসান হাবিব কামাল, আব্দুর রহমান তপন ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করলেও তাদের নাম জানা যায়নি।
কোতয়ালী বিএনপির সভাপতি এ্যাড এনায়েত হোসেন বাচ্চু দীর্ঘদিনের পরীক্ষিত নেতা। দলের সাধারন নেতাকর্মিদের মাঝে তিনি বেশ জনপ্রিয়। কারন মামলায় জর্জরিত নেতাকর্মীদের পাশে থেকে সব সময় আইনী সহায়তা দেন তিনি। এছাড়াও সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহনসহ কোতয়ালী থানার বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মিদের ঐক্যবদ্ধ রেখেছেন এ্যাড কাজী এনায়েত হোসেন বাচ্চু। তাই দলীয় মনোনয়নের জন্য ফরম সংগ্রহ করেছেন।
এদিকে আজ দ্বিতীয় দিনে বরিশাল সদর আসনে সাবেক এমপি ও দলের যুগ্ম মহাসচিব আলহাজ্ব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক বিলকিছ আক্তার জাহান শিরিন, বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন, বরিশাল-৪ আসনের সাবেক সাংসদ ও উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, বাকেরগঞ্জ-৬ আসনের সাবেক সাংসদ ও উপজেলা বিএনপি’র সভাপতি মো. আবুল হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানাগেছে। এছাড়াও বরিশাল-৪ আসনে বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন এর পক্ষে আরো একটি মনোনয়নপত্র সংগ্রহ হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। অবশ্য এ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন বলেছেন, আমার নিজ বাড়ি বরিশাল-৪ আসনে। সে জন্য ওই আসনের নেতা-কর্মীরা চাচ্ছে আমি ওখান থেকে নির্বাচন করি। কিন্তু আমি বরিশাল সদর-৫ আসনে দলের জন্য মনোনয়পত্র সংগ্রহ করবো। স্থানীয়রা চাইলে চার আসন থেকে আমার মনোনয়ন সংগ্রহ করতে পারে। তবে সে বিষয়টি আমার জানা নেই। বরিশাল-৪ আসনের সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ জানিয়েছেন, তিনি মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তবে শুনেছি এরই মধ্যে একাধিক ব্যক্তি বরিশাল-৪ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। কারা করেছে তা জানা নেই। বরিশাল-১ আসনের সাবেক সাংসদ ও বিএনপি’র সংস্কার পন্থি নেতা এম জহির উদ্দিন স্বপন বলেন, আমি এখন পর্যন্ত মনোনয় ফরম সংগ্রহ করিনি। তবে মঙ্গলবার বা তার পরদিন করবো। প্রথম দিনে এই আসন থেকে কেউ মনোনয়পত্র সংগ্রহ করেছে বলেও আমার জানা নেই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT