3:14 pm , November 9, 2018

শাকিল আহমেদ, মঠবাড়িয়া ॥ মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী বাজার সংলগ্ন ও লক্ষণা সড়কে সেতু নির্মানের এক বছর পার হলেও দুই পাশের সংযোগ (এ্যাপ্রোচ) না করায় চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ফলে সেতু সংশ্লিষ্ট বাজার, মাধ্যমিক স্কুল ও একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীসহ ওই এলাকার কয়েক হাজার মানুষ চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয়রা জানান, সামনে জাতীয় নির্বাচনে ওই সেতু সংশ্লিষ্ট একটি ভোট কেন্দ্র থাকায় ভোটার ও আইন শৃঙ্খলা বাহিনীও সেতু পার হতে চরম বিপাকে পড়বে । দুই কোটিরও অধিক টাকা ব্যয়ে টিয়ারখালী ও লক্ষণা সেতুটি এক বছর আগে নির্মাণ সম্পন্ন হয়। কিন্তু সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ কাজ ফেলে রাখায় সেতুটি মানুষের কোন উপকারে আসছে না। তাই এলাকাবাসী এ দুর্ভোগের সেতুর নাম দিয়েছে “অহেতুক সেতু”।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গত ২০১৩-১৪ অর্থ বছরে এমআইডির প্রকল্পের আওতায় দুই কোটি ৪ লাখ টাকা ব্যয়ে দীর্ঘ ৩০ ফুট দৈর্ঘ ব্রিজটি তেলিখালী কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান ২০১৭ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও চলতি বছরে সেতুটির নির্মাণ কাজ শেষ করে । পরে সেতু নির্মাণ কাজ করে এপ্রোচ না করে সমুদয় বিল তুলে নেন বলে অভিযোগ উঠেছে। ফলে সেতুটি এখন পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। জনস্বার্থে দ্রুত এপ্রোচ সড়ক নির্মাণ জরুরী।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার জানান, সেতু সংলগ্ন জমি নিয়ে জটিলতায় এপ্রোচ সড়ক নির্মাণে জটিলতা দেখা দেয়। সেতুটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুততার সাথে তা সমাধান করে এপ্রোচ সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে।