মেয়র সাদিক আবদুল্লাহর প্রথম বাজেট ঘোষণা চলতি মাসে মেয়র সাদিক আবদুল্লাহর প্রথম বাজেট ঘোষণা চলতি মাসে - ajkerparibartan.com
মেয়র সাদিক আবদুল্লাহর প্রথম বাজেট ঘোষণা চলতি মাসে

3:41 pm , November 4, 2018

মতুর্জা জুয়েল ॥ ২০১৮-১৯ অর্থ বছরের চার মাস পার হলেও এখনও ঘোষনা হয়নি বরিশাল সিটি কর্পোরেশন ১৬ তম বাজেট। সিটি কর্পোরেশনের  নির্বাচনসহ নানা কারনে বাজেট ঘোষনা হয়নি। তাই নগর উন্নয়ন, আয়-ব্যয়সহ কোন পরিকল্পনা ও লক্ষ্য ছাড়াই চলছে নগর ভবনের কার্যক্রম। তবে চলতি মাসে বাজেট ঘোষনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে নগর ভবন এর সংশ্লিষ্টরা জানিয়েছে। তাই নগর পিতার চেয়ারে আসীন হওয়ার এক মাসের মধ্যে প্রথম বাজেট ঘোষনা করবেন নতুন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। কিন্তু এখন পর্যন্ত বাজেট ঘোষনার কোন দিন ক্ষন চুড়ান্ত করতে পারেনি নগর কতৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানিয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচন এবং নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে নতুন মেয়র দায়িত্ব গ্রহন করেছেন। বিদায়ী মেয়র আহসান হাবিব কামাল চলতি অর্থবছরের একমাস নগর পরিষদের দায়িত্ব পালন করলেও তিনি ওই সময়ে বাজেট ঘোষনা করতে পারেননি। এরপর নির্বাচনের করনে আরো দুই মাস সময়ক্ষেপন হয়। মেয়র না থাকার পাশাপাশি  প্রধান নির্বাহী কর্মকর্তা বদলি হওয়ার ফলে কার্যক্রমে কিছুটা ধীরগতি তৈরী হয়। এরফলে বাজেট ঘোষনায় বিলম্ব হয়েছে। তাই নতুন মেয়রের দায়িত্ব নেয়ার প্রথম অর্থ বছরে নগর উন্নয়নের পরিকল্পনার বাজেটের অপেক্ষায় অপেক্ষায় নগরবাসী।

বরিশাল সিটি কর্পোরেশনের সিনিয়র কাউন্সিলর গাজী নাইমুল হোসেন লিটু বলেন, চলতি অর্থ বছরে বিদায়ী মেয়র আহসান হাবিব কামাল আর্থিক অনিয়মের একাধিক বিষয়ের কোন সুরাহ করতে পারেননি। ফলে তিনি বাজেট ঘোষনা করতে ব্যর্থ হয়েছেন। নিয়ম অনুয়ায়ী বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার পরিষদের কাউন্সিলরদের নিয়ে যথা সময়ে বাজেট ঘোষনা করবেন। সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী শপথ গ্রহনের প্রথম এক মাসের নতুন মেয়রের নেতৃত্বে  সভা আহবান করা হবে। ওই সভায় বাজেটের বিষয়টি উন্থাপন করা হবে। মেয়রের সাথে আলোচনা করে ২০ নভেম্বরের মধ্যে সভা আহবান করা হতে পারে। এছরা নতুন প্রধান নির্র্বাহী কর্মকর্তা (সিইও) আসছেন। যে কোন সময়ে তার যোগদানের কথা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে গত বছর  ২৮ আগস্ট সোমবার বেলা সাড়ে ১১টায় বিদায়ী সিটি মেয়র আহসান হাবিব কামাল নগর ভবনের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ৪০৬ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২৮ টাকার এই প্রস্তাবিত বিসিসির ১৫ তম বাজেট ঘোষণা করেন। বাজেটে নতুন কোন করারোপ না করা হলেও বাজেটটি ছিলো সম্পূর্ন   দেশি-বিদেশি দাতা সংস্থার অনুদান নির্ভর।  ২০১৬-২০১৭ অর্থবছরের তুলনায়  ঐ অর্থবছরের  বাজেটে টাকার পরিমাণ ৩৭ কোটি ৬৪ লক্ষ ৭৮ হাজার ৭৩৭ টাকা কম ছিল। ২০১৬-১৭ অর্থবছরে বাজেটের পরিমাণ ছিল ৪ শত ৪৪ কোটি ১০ লক্ষ ৫৮ হাজার ৭৬৫ টাকা। অপরদিকে ১৫তম বাজেটে বিভিন্ন উৎস থেকে বিসিসি’র প্রারম্ভিক স্থিতি ৬ কোটি ২৪ লক্ষ ৭০ হাজার টাকাসহ মোট আয় ধরা হয়েছিল  ১৭১ কোটি ৭ লক্ষ ৮০ হাজার ২৮ টাকা। এর মধ্যে সরকারি অনুদান ১১ কোটি ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং মূলধন ধরা হয়েছিল ৭০ কোটি ১৫ লক্ষ ১৬ হাজার ৭৬০ টাকা। এ ছাড়া কর খাতে ২৩ কোটি ২০ লক্ষ ৫৮ হাজার ২৫ টাকা, ভাড়া বাবদ ২৯ কোটি ৯২ লক্ষ ২২ হাজার ৯৩ টাকা, ফি তিন কোটি ৯৬ লক্ষ ৬৫ হাজার টাকা, রেন্ট এ্যান্ড প্রফিটস সম্পত্তি থেকে আয় ২৩ কোটি ৩০ লক্ষ ৯৮ হাজার ১৫০ টাকা এবং বিবিধি আয় ধরা হয়েছিল ৩ কোটি ২৫ লক্ষ টাকা টাকা।

অপরদিকে বাজেটে যেসব খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছিল তার মধ্যে বেতন ও ভাতাদি খাতে ৩৩ কোটি ১০ লক্ষ ৩৬ হাজার ৩০ টাকা, রাস্তা ঘাট সংরক্ষণ ও উন্নয়ন খাতে ৫০ কোটি ২২ লক্ষ ২৫ হাজার টাকা, শিক্ষা ও কৃষ্টি ২৫ লক্ষ টাকা, আনুসঙ্গিক খরচ ৭ কোটি ৩৫ লক্ষ ৫ হাজার টাকা, বিবিধ ৩৪ কোটি ৬৮ লক্ষ ৭৬ হাজার ৭৬০ টাকা, মূলধন ১৫ লক্ষ টাকা, জমা ও অগ্রীম খাতে ৩১ কোটি ১৮ লক্ষ ৩৬ হাজার ৬৮৮ টাকা এবং সমাপনী স্থিতি ৫ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকাসহ মোট রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছিল ১৭১ কোটি ৭ লক্ষ ৮০ হাজার ২৮ টাকা। তবে বাজেটের বাস্তবায়নে  আয়, ব্যয় ও বরাদ্দের গড়মিল এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে একাধিকবার কর্মচারী বিক্ষোভ, শ্রমিক অসন্তোষ,পরিচ্ছন্নতা কর্মিদের বিক্ষোভ সহ বিভিন্ন ইস্যুতে নগর ভবন জুরে শেষ অর্থবছরের অধিকাংশ সময় উত্তেজনা বিরাজ করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT