এখন আর ঘরে বসে থাকার সময় নেই-এ্যাড. সরোয়ার এখন আর ঘরে বসে থাকার সময় নেই-এ্যাড. সরোয়ার - ajkerparibartan.com
এখন আর ঘরে বসে থাকার সময় নেই-এ্যাড. সরোয়ার

3:19 pm , October 30, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট্র মামলায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজার প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে নগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা ও মহানগর বিএনপি’র উদ্যোগে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মজিবর রহমান সরওয়ার। তিনি তার বক্তৃতায় বলেন, সরকার জাতীয় ঐক্য ফ্রন্টের সাথে সংলাপে রাজি হয়েছে। এই সংলাপ নিয়ে সরকার নাটক করলে তার ফল ভালো হবে না। জাতীয় ঐক্যফ্রন্ট যে ৭ দফা দাবী তুলেছে তা যৌক্তিযুক্ত। তাই তাদের এই দাবী সরকারকে মেনে নিতেই হবে। মজিবর রহমান সরওয়ার বলেন, আমাদের এখন আর ঘরে বসে থাকার সময় নেই। কাফনের কাপড় পরে আন্দোলনে নামতে হবে। ২০১৪ সালের ৫ই জানুয়ী বর্তমান সরকার ভোটা ভোটার বিহিন নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিলো। ওই নির্বাচন দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন একই ভাবে করতে সরকার ষড়যন্ত্র করছে। কিন্তু বাংলাদেশে ৫ই জানুয়ারী মার্কা আর কোন নির্বাচন হতে দেয়া যাবে না। আমরা আমরা নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন চাই। এমনকি তা সেনাবাহীনি মোতায়েনের মাধ্যমেই করতে হবে।

মামলার সামালচনা করে বিএনপি’র এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে ফরমায়েসী মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করেছে। একের পর এক সাজানো মামলায় তাদেরকে সাজা দেয়া হচ্ছে। এক একটি মামলায় খালেদা জিয়ার সাজা আরো বৃদ্ধি করা হচ্ছে। যেখানে বিচার বিভাগ তাদের কথা অনুসারে চলে। প্রধান বিচারপতি তাদের কথা না শোনায় দেশ থেকে চলে যেতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেখানে গণতন্ত্রের মা জেল হাজতে সেখানে আমাদের বাইরে থেকে লাভ কি। আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশনেত্রীকে ছাড়িয়ে আনতে হবে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চান, উত্তর জেলার সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহীন, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবুল হোসেন, মহানগর বিএনপি সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম লিপন, মহানগরের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লব, সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT