নির্বাচনী হাওয়ায় সদর আসনে বিলবোর্ড-ব্যানারে প্রচারনার ঝড় নির্বাচনী হাওয়ায় সদর আসনে বিলবোর্ড-ব্যানারে প্রচারনার ঝড় - ajkerparibartan.com
নির্বাচনী হাওয়ায় সদর আসনে বিলবোর্ড-ব্যানারে প্রচারনার ঝড়

6:03 pm , September 28, 2018

সাঈদ পান্থ ॥ ১১তম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর মর্যাদার আসনের এমপি পদে মনোনয়নে চাচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি ও ইসলামী আন্দোলনের প্রায় এক ডজন প্রার্থী। তারা নানা প্রক্রিয়ায় দলীয় প্রার্থী হতে লবিং-তদবির শুরু করে দিয়েছেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষার পাশাপাশি এলাকায় জনসংযোগ করে চলেছেন। এতে করে এক ধরনের উৎসাহ-উদ্দীপনা কাজ করছে তৃণমূল নেতাকর্মীদের মাঝে। তাদের প্রচারনার মুল মাধ্যম বিলবোর্ড ও ব্যানারে। বিলবোর্ড ও ব্যানারের মাধ্যমে নাম ঠিকানা না জানা অনেকেই ইতোমধ্যে তাদের নাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে পুরনোদের পাশাপাশি নতুনরাও মনোনয়ন পেতে আগ্রহী। তবে যারাই প্রার্থী হোক না কেন শেষ পর্যন্ত এই আসনটি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন অনেকেই।
বরিশাল নগরী ঘুরে দেখা গেছে, বরিশালের ৬টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন বরিশাল সদর (বরিশাল-৫)। তাই এই আসন নিয়ে বরিশালবাসীর আশা আকাঙ্খা বেশী। এই আসনের এমপি হতে মাঠে নেমেছে বিভিন্ন দলের প্রায় এক ডজন প্রার্থী। এদের মধ্যে অনেকেই প্রচারনার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন বিলবোর্ড ও ব্যানার। তারা নগরীর লঞ্চঘাট, রূপাতলী বাস টার্মিনাল, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সেটেছেন এসব বিলবোর্ড ও ব্যানার। এদিকে সবচেয়ে বড় ও বেশী বিলবোর্ড ব্যানার দিয়ে আলোচনায় এসেছেন ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত এসআর সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রিপন এবং সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা আরিফিন মোল্লা। এ আসনে গত কয়েক মাস ধরে সাধারণ মানুষের পাশে থেকে এবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়েছেন তারা। নতুন মুখের প্রার্থীদের মধ্যে সামাজিক কর্মকান্ডের মাধ্যমে এক যুগ ধরে মানুষের পাশে থাকা প্রার্থীর পাশাপাশি দলের সমর্থনে চেষ্টা চালাচ্ছেন কেউ কেউ। এদিকে নির্বাচনের প্রস্তুতি হিসেবে নতুন মুখের অপর প্রার্থীরা লিফলেট, পোস্টার, বিলবোর্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ রেখেই এগুচ্ছেন।
এ আসনের ভোটার হারুন অর রশিদ নামে এক চাকুরিজীবী বলেন, এমপির টিকেট চাওয়া কয়েকজনকে আমরা চিনতাম না। কিন্তু গত ২ থেকে ৩ বছর ধরে নানা ভাবে প্রচার প্রচারনার মাধ্যমে তারা এই আসনের মনোনয়ন প্রত্যাশী সেটা বুঝিয়েছেন। তবে এই প্রচার প্রচারনা মনোনয়ন দৌড়ে টিকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বরিশাল-৫ আসন (মহানগর-সদর) বিশেষ মর্যাদার বলে সমাদৃত। এই আসনে মনোনয়ন দৌড়ে শক্ত অবস্থানে রয়েছেন বর্তমান সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ও সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্জ সাইদুর রহমান রিন্টু। যদিও এই মনোনয়ন দৌড়ে রয়েছেন বিগত নির্বাচনে অংশ নিয়ে বিএনপি প্রার্থীর কাছে পরাজিত কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল।
অপরদিকে এ আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত নব্বইয়ের দশক থেকেই। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এই আসনের সাবেক এমপি মজিবর রহমান সরোয়ার সদর আসনে বরাবরের মতো শক্তিশালী প্রার্থী। যদিও সিটি নির্বাচনে পরাজিত হয়ে ইমেজ সংকটে পড়েছেন তিনি। এ ছাড়া এ আসনে বিএনপির মনোনয়ন পেতে চাচ্ছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি বিলকিস জাহান শিরিন ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান। এই আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষে প্রার্থী হবেন আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, কমিউনিস্ট পার্টির বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আ.খ.ম মিজানুর রহমান সেলিম, জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাচ্ছেন জাপার কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন তাপস, মহানগর সভাপতি টানা ৪ বার নির্বাচিত কাউন্সিলর একেএম মরতুজা আবেদীন এবং জেলার আহ্বায়ক ও কেন্দ্রের সহ-সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT