বাবুগঞ্জ থেকে দুই ভূয়া ডাক্তার আটক বাবুগঞ্জ থেকে দুই ভূয়া ডাক্তার আটক - ajkerparibartan.com
বাবুগঞ্জ থেকে দুই ভূয়া ডাক্তার আটক

6:00 pm , September 10, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জের মাধবপাশা বাজারে একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুই ভূয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব-৮। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ওই দু’জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার র‌্যাব-৮ এর এএসপি মুকুর চকমা ও সিনিয়র সহকারী পরিচালক মো. হাছান আলী’র নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করেন।

জরিমানা দিয়ে মুক্তি পাওয়া দুই ভূয়া চিকিৎসক হলো- উজিরপুরের গুঠিয়া বাজার এলাকার বাসিন্দা মো. শাহজাহান আলী’র ছেলে শেখ সাদী খান (২৩) ও তার বড় ভাই মো. মাহবুবুর রহমান (২৬)।

র‌্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারে রেডিয়াম ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড ডাক্তার চেম্বারে অভিযান পরিচালনা করে তাদের বিশেষ একটি টিম।

এসময় সেখান থেকে ভূয়া চিকিৎসক পরিচয়দানকারী ওই দুই প্রতারনকে আটক করেন। পরে বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এর নিয়ন্ত্রনাধিন মোবাইল কোর্টে সোপর্দ করা হয়।

র‌্যাব জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই দুই ভূয়া চিকিৎসকের কাছে চিকিৎসক এর সনদ দেখতে চাইলে তারা তা দেখাতে পারেনি। এমনকি এ বিষয়ে কোন সদুত্তরও দিতে পারেনি। তাই মোবাইল কোর্টের মাধ্যমে ওই দুই ভূয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরবর্তীতে এ ধরনের কর্মকান্ড না করার বিষয়ে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT