5:58 pm , September 10, 2018
রুবেল খান ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণাঞ্চলে শুরু হচ্ছে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচার প্রচারনা। ওইদিন ঢাকা থেকে নির্বাচনী নৌ যাত্রার মাধ্যমে এই অঞ্চলে নির্বাচনী প্রচারনায় আসবেন কেন্দ্রীয় নেতারা। যদিও এই নৌ যাত্রায় বরিশাল জেলা ও নগরী কেন্দ্রিক কোন কর্মসূচি নেই। ঢাকা থেকে সরাসরি বরগুনা যাত্রা করবেন কেন্দ্রীয় নেতারা। যার নেতৃত্ব দিবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের-এমপি। নৌ যাত্রা বিরতিতে বরগুনা ও পটুয়াখালীতে নির্বাচনী প্রচারনার পাশাপাশি সরকারের সকল উন্নয়ন ও সফলতার কথা দক্ষিণাঞ্চলবাসির কাছে তুলে ধরনের মন্ত্রী সহ অন্যান্য নেতারা।
জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে অনেক আগে থেকেই সরকার দলীয় আওয়ামী লীগের প্রচার প্রচারনা চলে আসছে। দলীয় এবং বিভিন্ন সরকারি কর্মসূচিতেও নির্বাচনের বিষয়ে দিক নির্দেশনা ও উন্নয়নের কথা তুলে ধরছেন আওয়ামী লীগ তথা মহাজোট সরকারের এমপি-মন্ত্রী ও নেতারা।
তবে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী আনুষ্ঠানিক প্রচার-প্রচারনায় জন্য নির্বাচনী যাত্রা শুরু করেছে কেন্দ্রীয় নেতারা। এরই মধ্যে গত শনিবার ট্রেন যোগে উত্তরাঞ্চলে নির্বাচনী যাত্রী করেছেন তারা। চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৩ সেপ্টেম্বর দক্ষিণাঞ্চলে নির্বাচনী নৌ যাত্রা করবেন আওয়ামী লীগের নীতি নির্ধারনী মহল।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নৌ পথে বরিশাল হয়ে দক্ষিণাঞ্চলে যাত্রা করবেন কেন্দ্রীয় নেতারা। তবে এই যাত্রায় নগরী বা জেলা কেন্দ্রিক কোন কর্মসূচি নেই। উপকূলীয় এবং পর্যটন অঞ্চল বরগুনা ও পটুয়াখালীতে নৌ যাত্রা বিরতি এবং সমাবেশ হবে।
নির্বাচনী নৌ যাত্রায় অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক-এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আসীম কুমার উকিল, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম-এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোয়াজ্জেম হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, তথ্য ও গবেষনা সম্পাদক আফজাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া থাকবেন বলে জানাগেছে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেছেন, অনেক আগে থেকেই বরিশালে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু হয়েছে। দলের মনোনয়ন প্রত্যাশী, এমপি, মন্ত্রী এবং দলীয় নেতারা আওয়ামী লীগকে বিজয়ী করতে নৌকায় ভোট চাচ্ছেন। আমরা জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা যে যার অবস্থান থেকে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরছি জনগণের সামনে। এর বাইরে আপাতত নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের আগমন বা নির্বাচনী কর্মসূচি নেই। তবে পরবর্তীতে কোন কর্মসূচি থাকলেও থাকতে পারে।
এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তিন বারের তথ্য ও গবেষনা সম্পাদক এবং পটুয়াখালী সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আফজাল হোসেন বলেন, শনিবার থেকে দেশব্যাপী নির্বাচনী যাত্রা শুরু হয়েছে। শনিবার উত্তরাঞ্চলে ট্রেন যোগে নির্বাচনী যাত্রা শেষে আগামী ১৩ সেপ্টেম্বর বুধবার দক্ষিণাঞ্চলে নির্বাচনী নৌ যাত্রা হবে। ওইদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের-এমপি’র নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা সন্ধ্যা ৭টায় ঢাকা সদর ঘাট থেকে নৌ যাত্রা শুরু করবেন। তারা সরাসরি বরগুনায় গিয়ে যাত্রা বিরতি করবেন।
তিনি বলেন, যাত্রা বিরতিতে বরগুনায় এক সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের-এমপি সহ অন্যান্য নেতারা বক্তৃতা করবেন। পরবর্তীতে বরগুনা থেকে পুনরায় পটুয়াখালীর উদ্যোগে নৌ যাত্রা করবেন কেন্দ্রীয় নেতারা। যাত্রা বিরোতীতে পটুয়াখালীতেও সমাবেশে অংশ নিবেন তারা। পরে সেখান থেকে পুনরায় ঢাকায় ফিরে যাবেন নেতৃবৃন্দ।
আফজাল হোসেন বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে তৃতীয় দফায় সরকার গঠন করবে। তাই জনগণ যাতে আওয়ামী লীগে ভোট দেন সে জন্য তাদের উৎসাহিত করতে হবে। বিগত প্রায় ১০ বছরে আওয়ামী লীগের যত উন্নয়ন হয়েছে তা জণগনের কাছে তুলে ধরতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী। দেশ চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই সেই বিষয়টি জনগণকে বোঝাতে হবে। তার দেয়া সেই দিক নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সারা দেশে নির্বাচনী যাত্রা এবং প্রচারনা শুরু করেছেন বলে জানিয়েছেন দলটির ওই কেন্দ্রীয় নেতা।