বিএনপি নেতা নান্নু ও লিপনের ৫ দিনের রিমান্ড বিএনপি নেতা নান্নু ও লিপনের ৫ দিনের রিমান্ড - ajkerparibartan.com
বিএনপি নেতা নান্নু ও লিপনের ৫ দিনের রিমান্ড

5:52 pm , August 6, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকায় গ্রেপ্তার হওয়া বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু ও স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলার সভাপতি জেএম আমিনুল ইসলাম লিপনকে দুইটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একটি মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাছাড়া অপর মামলাটিতে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে বিচারক। গতকাল সোমবার বিএনপি’র ওই দুই নেতাকে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট তৃতীয় আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ওই নির্দেশ দেন।
মাহবুবুল হক নান্নু ও আমিনুল ইসলাম লিপন’র পক্ষের আইনজীবী জানিয়েছেন, ঢাকার নতুন এবং পুরাতন দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ওই দু’জনকে। দুটি মামলাই পুলিশের দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলা। সোমবার রমনা থানা পুলিশ দু’জনকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন। একই সাথে মাহবুবুল হক নান্নু ও আমিনুল ইসলাম লিপন’র জামিন আবেদন করে তাদের পক্ষের আইনজীবীরা। কিন্তু জামিন আবেদন খারিজ করে দিয়ে পুলিশের করা একটি মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক। তাছাড়া অপর মামলাটিতে তাদের দু’জনকেই শোন এ্যারেস্টের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু ও ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলার সভাপতি জেএম আমিনুল ইসলাম রিক্সা যোগে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রমনা থানাধীন কর্ণফুলি মার্কেটের সামনে থেকে তাদের ডিবি পুলিশ গ্রেপ্তার করে। রাতেই তাদেরকে রমনা থানায় হস্তান্তর করা হয়।
এদিকে মাহবুবুল হক নান্নু ও আমিনুল ইসলাম লিপনকে গ্রেপ্তারের প্রতিবাদে দু’দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষনা করেছে স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা কমিটি। কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার জেলার অধিনস্ত সকল পৌরসভা এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ এবং একই ভাবে আগামীকাল বুধবার জেলার অধিনস্ত ১০ উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে স্বেচ্ছাসেবক দল। গতকাল সোমবার স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা কমিটি কর্তৃক ওই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষনা করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT