শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহারে কোতয়ালীর এসআই ক্লোজ শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহারে কোতয়ালীর এসআই ক্লোজ - ajkerparibartan.com
শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহারে কোতয়ালীর এসআই ক্লোজ

6:03 pm , August 1, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত’র ঘটনায় বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে নগরীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করায় কোতোয়ালী মডেল থানার এসআই মো. হাবিবকে লাইনে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগরীর সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথা এলাকায় বরিশাল-ঢাকা মহসড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দুব্যবহার করায় ক্লোজ হয় সে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত’র ঘটনায় বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে অমৃত লাল দে কলেজ, হাতেম আলী কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), সাবেরা খাতুন সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চৌমাথা বরিশাল -ঢাকা মহসড়কের পাশে শান্তিপূর্নভাবে মানববন্ধন করে। এ সময় কোতোয়ালী থানার এসআই মো. হাবিব সহ কয়েকজন পুলিশ সদস্য তাতে বাধা দেয়। শান্তিপূর্নভাবে মানববন্ধন শেষ করার কথা জানালেও এসআই মো. হাবিব শিক্ষার্থীদের গালাগাল দেয় ও বাজে মন্তব্য করেন। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে এসআই হাবিবের শাস্তি দাবিতে শ্লোগান দেয়। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের উর্ধতন কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে এসআই হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এরপর তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে এসআই মো. হাবিবকে তাৎক্ষনিক পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT