আ’লীগের প্রার্থীর পক্ষে প্রশাসন-এ্যাড. সরোয়ার আ’লীগের প্রার্থীর পক্ষে প্রশাসন-এ্যাড. সরোয়ার - ajkerparibartan.com
আ’লীগের প্রার্থীর পক্ষে প্রশাসন-এ্যাড. সরোয়ার

6:41 pm , July 24, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বিরুপ আবহাওয়ায় বৃষ্টিতে ভিজে নগরীতে প্রচারণা করেছেন বিএনপি’র মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। প্রচারণায় নেমে তিনি পুনরায় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। গনসংযোগের মাঝে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘প্রচারনায় আমাদের নানাবিধ সমস্যা করা হচ্ছে। যেমন আমরা প্রচারনায় গেলাম কিন্তু তার পাশে মিছিল করে আমাদের ডিস্টার্ব করা, পথসভার পাশে মাইক চালানোসহ বিভিন্ন ধরনের ডিস্টার্ব করা হচ্ছে। সরোয়ার আরো বলেন, সোমবার আমার পিছনে সমর্থকরা মোটরসাইকেল চালিয়ে এসেছে এজন্য পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে, জরিমানা করেছে। নির্দিষ্ট সময়ের বাহিরে আমরা কোন প্রচারনা করছিনা, কিন্তু কারো বাড়িতে যেতে পারবো না, কথা বলতে পারবো না এটা তো নির্বাচনী আইনের মধ্যে পড়ে না। আমরা রাত ৮ টার পরে কোথাও মুভ করতে পারবো না কিন্তু সরকারি দলের জন্য সময়টা খোলা থাকবে, এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না।

তিনি বলেন, ‘সারা বরিশাল সিটি যদি ঘুরে দেখা হয়, তবে নৌকা প্রতীকের অভাব নেই, বাড়িতে-গাড়িতে সমস্ত জায়গায় স্টীকার পোষ্টার লাগিয়ে ফেলেছে। আবার সরকারি দলের লোকেরা মিছিল করছে, যা খুশি তাই করছে কিন্তু তাদের কেউ কিছু বলছে না। কিন্তু আমার বাড়ির সামনে এখন পুলিশ অবস্থান করছে। মেয়র প্রার্থী বলেন, নির্বাচন কমিশন বলেছে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যাবে না, কিন্তু আমরা দেখছি পুলিশের অবস্থানটা অন্যরকম। তারা এমন ভয়ভীতি দেখাচ্ছে, মোটরসাইকেল ধরছে। আপনি দেখুন সরকারি দলের কয়টা মোটর সাইকেল ধরছে, তাদের মোটরসাইকেলের সামনে নৌকার ব্যাচ লাগিয়ে রাখছে। নৌকার ব্যাচ দেখলে পুলিশ তাদের ধরবে না। আর আমার লোকজনরা আমরা পেছনে মোটরসাইকেল নিয়ে আসলে তাদেরকে বিভিন্ন সময়ে বাঁধা দেয়, গ্রেফতারের চেষ্টা করে। বিএনপি বরিশালে বার বার নির্বাচিত হয়েছে, এখানে আমাদের সংগঠন শক্তিশালী জানিয়ে তিনি বলেন, সেক্ষেত্রে অফিস যদি আমাদের করতে না দেয়, নেতা-কর্মীদের গ্রেফতারের ভয় দেখায়, তাহলে এটা সুষ্ঠ নির্বাচনের অন্তরায়। আমি বার বার বলি, লেভেল প্লেয়িং ফিল্ড সুষ্ঠ নির্বাচনের জন্য একটি পূর্ব শর্ত।’

নির্বাচনী প্রচারণাকালে মজিবর রহমান সরোয়ারের সাথে উপস্থিত ছিলেন, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি লেনিন, বরিশাল মহানগর বিএনপি নেতা আলী হায়দার বাবুল, মহানগর বিএনপি’র সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিণ প্রমুখ। এছাড়া বিকেলে ২৫, ২১, ২৮, ২৭ নং ওয়ার্ড এবং নাজির মহল্লা এলাকায় পথসভা করেছে বিএনপি’র মেয়র প্রার্থী সরোয়ার। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT