এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার বেড়েছে ॥ কমেছে জিপিএ-৫ এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার বেড়েছে ॥ কমেছে জিপিএ-৫ - ajkerparibartan.com
এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার বেড়েছে ॥ কমেছে জিপিএ-৫

6:54 pm , July 19, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মাধ্যমিক ও উচ মাধ্যমিক শিক্ষা বোর্ডর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ফলাফল ঘোষনা করে। ঘোষিতে ফলাফলে বরিশাল বোর্ড ফলাফল উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। সে অনুযায়ী গত বছরের থেকে এবারে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার দশমিক শূণ্য ৩১ ভাগ বেড়েছে। বরিশাল বোর্ডে এ বছর মোট পাশের হার ৭০ দশমিক ৫৫ ভাগ। গত বছর যার শতকরা হার ছিল ৭০ দশমিক ২৪ ভাগ। তাবে কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। গত বছর যেখানে ৮১৫ জন জিপিএ-৫ পেয়েছিল সেখানে এ বছর জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৬৭০ জন। যা গত বছরের তুলনায় ১৪৫টি কম। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৩৬ জন, মানবিক বিভাগ থেকে ১৩৯ জন ও বানিজ্য বিভাগ থেকে ৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবারের এইচএসসি পরীক্ষায় ৩ শত ৩৩ কলেজ থেকে ১১৬ টি সেন্টারে ৬২ হাজার ১৭৩ জন পরিক্ষার্থী ছিলো। যার মধ্যে পাশ করেছে ৪৩ হাজার ৮৬১ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে ৯ হাজার ৪৮২ জন, মানবিক বিভাগ থেকে পাশ করেছে ২১ হাজার ৯৬৬ জন এবং বানিজ্য বিভাগ থেকে পাশ করেছে ১২ হাজার ৪১৩ জন।

তাছাড়া পাশের হারে বরিশাল জেলা এগিয়ে আছে। এই জেলায় মোট পাশের হার ৭৬ দশমিক ৩০ ভাগ। আর সর্বনি¤œ অবস্থানে রয়েছে পটুয়াখালী জেলা। এই জেলায় পাশের হার ৬১ দশমিক ২২ ভাগ। অথচ গত বছর জেলা ভিত্তিক পাশের হারে প্রথম ছিলো পটুয়াখালী জেলা।

তাছাড়া এবারের ফলাফলে পাশ ও জিপিএ-৫ এর দিক থেকে মেয়েরা এগিয়ে আছে। পাশ করা মোট পরীক্ষার্থীর মধ্যে মেয়েদের সংখ্যা ২৩ হাজার ৭০ জন এবং ছেলেদের সংখ্যা ২০ হাজার ৭৯১ জন। সে অনুযায়ী মেয়েদের পাশের হার ১০ দশমিক ৬৫ ভাগ বেশি। এছাড়া ছেলেদের থেকে ৭০ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ বেশি পেয়েছে। এবছর জিপিএ-৫ প্রাপ্ত মেয়েদের সংখ্যা ৩৭০ জন এবং ছেলেদের সংখ্যা ৩০০ জন। তাছাড়া মেয়েদের পাশের হার ৭৬ দশমিক ০০ ও ছেলেদের ৬৫ দশমিক ৩৫ ভাগ। সে অনুযায়ী ছেলেদের থেকে মেয়েদের পাশের হার ২ দশমিক ৬৫ ভাগ বেশি।

অপরদিকে শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় দুটি কলেজের কোন পরীক্ষার্থীই পাশ করেনি। কলেজ দুটি হলো বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা আইডিয়াল কলেজ ও পটুয়াখালীর পশুরবুনিয়া ইসলামিয়া মহিলা কলেজ। এই দুই কলেজ থেকে মোট ২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে এইচএসসি পরীক্ষায়। ওই দুটি কলেজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম।

তিনি বলেন, বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান অনেকাংশে বেড়েছে। বিগত দিনে সৃজনশিল সহ অন্যান্য বিষয় বুঝে উঠতে সময় হয়। যে কারনে পাশের হার একটু কমেছিলো। তবে এ বছরের পরীক্ষায় শিক্ষার্থীরা সেই সমস্যা থেকে বেরিয়ে এসতে পারেছি। তাছাড়া শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের পরিশ্রমের কারনেই এবার পরীক্ষায় পাশের হার বেড়েছে বলে মনে করেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT