প্রার্থীদের উন্নয়নের ফুলঝুড়ির প্রচারনায় সরগরম নগরী প্রার্থীদের উন্নয়নের ফুলঝুড়ির প্রচারনায় সরগরম নগরী - ajkerparibartan.com
প্রার্থীদের উন্নয়নের ফুলঝুড়ির প্রচারনায় সরগরম নগরী

6:09 pm , July 14, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নির্বাচনী প্রচারনায় নগরী সরগরম। সাত মেয়র প্রার্থী সহ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের জমজমাট প্রচারনায় গোটা নগরীতে এক নতুন পরিবেশ। প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের ঘুম হারাম হয়ে গেছে ইতোমধ্যে। উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারনা।

গতকালও বরিশাল সিটি নির্বাচনী প্রচারনায় কাউন্সিলর ছাড়াও সব মেয়র প্রার্থীগন ব্যাপক গনসংযোগে অংশ নেন। মহাজোট প্রার্থী সাদিক আবদুল্লাহ গতকাল নগরীর বেশ কয়েকটি ওয়ার্ডে গনসংযোগ করেন। তিনি যেখানেই গেছেন, সেখানেই সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করে সকলের দোয়া চেয়েছেন। বিকেলে ও রাতে ৩টি ওয়ার্ডে উঠান বৈঠকেও অংশ নেন মহাজোট প্রার্থী । তিনি গতকাল দিনের বিভিন্ন সময়ে নগরীর ৪টি স্থানে মৃত ব্যক্তিদের নামাজে জানাজায়ও অংশ নেন। মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল ছাড়াও মহানগর সম্পাদক এএকেএম জাহাঙ্গীর এসব গনসংযোগে দলীয় প্রার্থীর সাথে ছিলেন। নির্বাচনী প্রচারকালে আওয়ামী লীগের প্রার্থী সাদিক আবদুল্লাহ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। গত কয়েক দিনের প্রচারনায় জনগনের ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়েছেন তিনি। সাদিক অব্দুল্লাহ বলেন, কোন এলাকায় নির্দিস্ট কোন দলের ঘাঁটি বলে কিছু নেই। আওয়ামী লীগও সুষ্ঠু ভোটের মাধ্যমে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হওয়ার পক্ষে রয়েছে।

অপরদিকে ২০দলীয় জোট প্রার্থী এ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার গতকালও নগরীর খৃস্টান পল্লী সহ বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গনসংযোগ করেছেন। বিকেলে তিনি নগরীর ভাটিখানা এলাকার মসজিদে আসর নামাজ আদায় সহ একটি জানাজার নামাজেও অংশ নেন তিনি। সারোয়ার যেখানেই যাচ্ছেন দলমত নির্বিশেষ সবার দোয়া কামনার পাশাপাশি ৩০জুলাই ভোট কেন্দ্রে যাবারও অনুরোধ জানাচ্ছেন। ২০দলীয় জোট প্রার্থীর সাথে প্রচারনায় বিএনপি’র দক্ষিন সাংগঠনিক জেলার সভাপতি এবাদুল হক চান, উত্তর জেলার সভাপতি মেসবাহ উদ্দিন ফরহাদ সহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক অংশ নিচ্ছেন। প্রচারনাকালে এ্যাড. সরোয়ার বলেন, এটা বিএনপির ঘাটি। ভোটের পরিসংখ্যান দেখলেই প্রমান হবে। সুষ্ঠু ভোট হলে বিএনপি’র ধানের প্রতীকের বিজয় সুনিশ্চিত জানিয়ে এ্যাড. মজিবর রহমান সরোয়ার সুষ্ঠু ভোট হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী হজরত মাওলানা ওবায়দুল্লাহ মাহবুব এবং জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপসও গতকাল নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক গনসংযোগে ছিলেন। বাসদ-এর ডা. মনিষা চক্রবর্তী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদন্ধীতাকারী জাপার বিদ্রহী প্রার্থী বশির আহমদ ঝুনুও প্রচারনায় রয়েছেন। ডা.মনিষা চক্রবর্তি বিভিন্ন পেশার শ্রমজীবীদের নিয়ে ভোটের প্রচার মাঠে রয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT