আজ জনতার মুখোমুখি হচ্ছেন ৬ মেয়র প্রার্থী আজ জনতার মুখোমুখি হচ্ছেন ৬ মেয়র প্রার্থী - ajkerparibartan.com
আজ জনতার মুখোমুখি হচ্ছেন ৬ মেয়র প্রার্থী

6:24 pm , July 12, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নির্বাচন এলেই নানা আশ্বাসের বানী নিয়ে ভোটারদের কাছে ছুটে যান প্রার্থীরা। কিন্তু নির্বাচনের পরে খুঁজে পাওয়া যায়না সেই সব প্রার্থীদের। তাই জনপ্রতিনিধি নির্বাচিত করার পূর্বে প্রার্থী চিনে নেয়াটা জরুরী। সে জন্যই সচেতন নাগরিক সমাজ (সনাক) ‘জনগণের মুখোমুখি নিয়ে আসছে বরিশাল সিটি নির্বাচনে জনপ্রতিনিধি অর্থাৎ মেয়র প্রার্থীদের। আজ শুক্রবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সহ ৬ দলের মেয়র প্রার্থীরা জনগণের মুখোমুখি হবেন। সিটি নির্বাচনে যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচনে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের জনগণের মুখোমুখি করছে সুজন।

জানাগেছে, প্রতি সংসদ ও সিটি কর্পোরেশন সহ বিভিন্ন নির্বাচনে “জনগনের মুখোমুখি জনপ্রতিনিধি প্রার্থী” নামক আনুষ্ঠানের আয়োজন করে থাকে সনাক। তেমনকি করে এবারের সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে একই ধরনের আয়োজন করেছে সংগঠনটি। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিএনপি’র প্রার্থী মজিবর রহমান সরওয়ার, জাতীয় পার্টির প্রার্থী মো. ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, বাসদ’র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী ও সিপিবি’র প্রার্থী আবুল কালাম আজাদকে জনগনের মুখোমুখি করতে এক মঞ্চে উপস্থিত করা হবে। আজ শুক্রবারের অনুষ্ঠানের শেষ পর্বে মেয়র প্রার্থীদের সঙ্গে নাগরিকদের উম্মুক্ত প্রশ্ন, উত্তর এবং তাদের বক্তব্য সুনবেন মেয়র প্রার্থীরা। কালো টাকা, পেশীশক্তি ও দলীয় প্রভাবমুক্ত করতে হলফনামায় প্রার্থীদের ব্যাংক হিসাবসহ তাদের ব্যক্তিগত তথ্যগুলো প্রচারের ব্যবস্থাও রয়েছে এই অনুষ্ঠানে। আর এর মাধ্যমেই আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সৎ, যোগ্য ও জনকল্যানমুখী প্রার্থী বেঁছে নিতে পারবেন প্রার্থীরা।

অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এর বাইরে নগরীর নাগরিকদের অংশগ্রহণের জন্য সুজন’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT