র‌্যাবের হাতে ৭শ’ বোতল ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ৩ র‌্যাবের হাতে ৭শ’ বোতল ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ৩ - ajkerparibartan.com
র‌্যাবের হাতে ৭শ’ বোতল ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ৩

6:33 pm , July 8, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীরসহ ভোলার তজুমদ্দিন ও পটুয়াখালীর দুমকী উপজেলা থেকে বিপুল পরিমান ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব। গত শনিবার দিনগত গভীর রাতে পৃথক অভিযানে এসব মাদক উদ্ধারকালে তিন পেশাদার মাদক বিক্রেতাকেও আটক করা হয়েছে। তারা হলো-নগরীর চরমোনাই ট্রলারঘাট এলাকার বাসিন্দা মৃত হারুনুর রশীদ মোল্লার ছেলে শফিকুল ইসলাম মিরাজ (২০), তজুমদ্দিনের শিবপুর এলাকার ফরিদ আলম সেন্টুর ছেলে মিরাজ (২৯) ও পটুয়াখালীর চানমারী সড়কের হুমায়ন কবিরের ছেলেন সাইফুল ইসলাম রাসেল (৩৩)। তাদের কাছ থেকে প্রাইভেট কার বোঝাই ৭শত বোতল ফেন্সিডিল ও এক হাজার ৬১ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র‌্যাব জানায়, তাদের একটি দল শনিবার দিনগত রাত ১০ টার দিকে নগরীর ফলপট্টি মা-দুর্গা মিষ্টান্ন ভান্ডার ও ভাতের হোটেলের সামনে অভিযান করে। সেখান থেকে মিরাজ মোল্লাকে ৫৯ পিচ ইয়াবাসহ আটক করা হয়। অপর একটি দল শনিবার দিনগত রাত তিনটার দিকে তজুমদ্দিন উপজেলার শিবপুর গ্রামে অভিযান করে। ওই গ্রামের মিরাজের ঘর থেকে এক হাজার দুই পিচ ইয়াবাসহ আটক করা হয়।
অপরদিকে র‌্যাবের পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. হাছান আলীর নেতৃত্বে একটি দল দুমকী উপজেলার পাগলার মোড় এলাকায় অভিযান করে। তারা সেখান থেকে রাসেলের চালিত প্রাইভেট কার (চট্ট মেট্টো-ভ-০২-০৯৪৯) আটক করে তল্লাশী করে। র‌্যাবের দলটি প্রাইভেট কার থেকে ৭০০ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল সেট ও ২টি সীম কার্ড উদ্ধার করা হয়। পৃথক তিন অভিযানের ঘটনায় নগরীর কোতয়ালী, তজুমদ্দিন ও দুমকি থানায় পৃথক তিন মামলা করেছে র‌্যাব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT