বিএম কলেজে কোটা সংস্কারের দাবীতে বিক্ষোভ বিএম কলেজে কোটা সংস্কারের দাবীতে বিক্ষোভ - ajkerparibartan.com
বিএম কলেজে কোটা সংস্কারের দাবীতে বিক্ষোভ

6:44 pm , July 4, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে কোটা সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এসময় এই বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের বাঁধা ও হামলার অভিযোগ পাওয়া গেছে শিক্ষার্থীদের কাছ থেকে। গতকাল বুধবার সকালে বিএম কলেজে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার ও কোটা সংস্কারের আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। একপর্যায়ে কলেজের ছাত্রলীগ নেতা খায়রুল হাসান সৈকত তার লোকজন নিয়ে আমাদের বাঁধা সৃষ্টি করে। এসময় বাঁধা দেওয়ার প্রতিবাদ করায় আমাদের বেশ কয়েকজন ছাত্র ছাত্রীকে মারধর করে ছাত্রলীগের লোকজন। এতে বেশ কয়েকজন আহতও হয়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়া সেখানে কোনো ঝামেলা নাই।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT