তিন মেয়র প্রার্থীর নির্বাচনি প্রচারণা ॥ ফেসবুকে লাইভ করবে বিএনপি তিন মেয়র প্রার্থীর নির্বাচনি প্রচারণা ॥ ফেসবুকে লাইভ করবে বিএনপি - ajkerparibartan.com
তিন মেয়র প্রার্থীর নির্বাচনি প্রচারণা ॥ ফেসবুকে লাইভ করবে বিএনপি

6:13 pm , June 29, 2018

বাংলা ট্রিবিউন ॥ আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারণা সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাবে বিএনপি। দলটির প্রচার বিভাগের সমন্বয়ে পৃথক-পৃথকভাবে তিনটি বিভাগীয় শহর থেকে সব ধরনের প্রচারণা ও গণসংযোগ ফেসবুকে লাইভ দেখানো হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং-এর সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিন মেয়র প্রার্থীর নির্বাচনি বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে ‘বিএনপি কমিউনিকেশন পেজ’ থেকে। তিন জন প্রতিনিধি আলাদা-আলাদাভাবে মেয়র প্রার্থীদের নির্বাচনি প্রচারণা, বক্তব্য ও জনসংযোগ ফেসবুকে লাইভ করবেন।’

শায়রুল কবির খান জানান, নির্বাচনি প্রচারণায় নিয়োজিত প্রত্যেকটি কেন্দ্রীয় টিমের সদস্যদের সংখ্যা এবার কমে গিয়ে বেশি সংখ্যক প্রচার টিম করা হবে। এতে কেন্দ্রীয় নেতারা দায়িত্বশীল থাকবেন।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, তিন সিটি নির্বাচনের জন্য পৃথক-পৃথক নির্বাচন পরিচালনা কমিটি করা হবে। স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে এ কমিটি হবে। এছাড়া, ২০ দলীয় জোটের শরিক নেতাদের সমন্বয়েও পৃথক আরও তিনটি পরিচালনা কমিটি হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT