সাদিক ও সরোয়ার সহ মেয়র পদে ৮ প্রার্থীর মনোনয়ন জমা সাদিক ও সরোয়ার সহ মেয়র পদে ৮ প্রার্থীর মনোনয়ন জমা - ajkerparibartan.com
সাদিক ও সরোয়ার সহ মেয়র পদে ৮ প্রার্থীর মনোনয়ন জমা

6:38 pm , June 28, 2018

রুবেল খান ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ সাত দলের আটজন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে গতকাল বৃহস্পতিবার শেষ দিনে আওয়ামী লীগ, বিএনপি ও ২০ দলের শরিক খেলাফত মজলিস’র মেয়র প্রার্থীরা মনোনয়পত্র জমা দেন। এর আগে গত বুধবার পর্যন্ত আরো ৫ জন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। সব মিলিয়ে মেয়র ও কাউন্সিলর পদে মোট ১৫২ জন সম্ভাব্য প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যার মধ্যে ৩০টি সাধারণ কাউন্সিলর পদের বিপরিতে ১১৪ ও সংরক্ষিত ১০টি ওয়ার্ড কাউন্সিলর পদের বিপরীতে মনোনয়নপত্র জমা হয়েছে ৩৮টি। আগামী ১ জুলাই মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর এবং ২ জুলাই সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। আগামী ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের দিন অতিবাহিত হলে প্রার্থীতা চুড়ান্ত হবে। তবে শেষ পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির পাশাপাশি ৭ দলের আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। অবশ্য ২০ দলীয় জোটের শরিক হওয়ায় শেষ পর্যন্ত খেলাফত মজলিস’র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার হওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনটি হলে ৬ দলের ৭ প্রার্থী মেয়র পদে প্রতিদ্বদ্বিতায় টিকে থাকবেন।
রিটার্নিং ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, গত ১৩ জুন থেকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের কার্যক্রম শুরু হয়। ওই দিন থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে মোট ৯টি, ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১৩৪ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪০টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। যার বিপরীতে মেয়র পদে মোট ৮ জন মনোনয়নপত্র জমা দেন। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মজিবর রহমান সরোয়ার, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, জাতীয় পার্টির বিদ্রোহী সদর উপজেলার সভাপতি ও বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ ঝুনু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ’র মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলার সভাপতি এ্যাড. একে আজাদ ও বিএনপি’র নেতৃত্বাধিন ২০ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিস বরিশাল জেলার সাধারণ সম্পাদক একেএম মাহবুব আলম।
রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান বলেন, ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও একজন তা জমা দেননি। তিনি হলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিছ আক্তার জাহান শিরিন। বাকি আটজন জমা দিয়েছেন। তাদের মনোনয়পত্রের যাচাই বাছাই আগামী ১ জুলাই আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
অপরদিকে সাধারণ ৩০টি ওয়ার্ডে ১১৪ জন জমা দিয়েছেন। গতকাল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বিকাল ৪টা পর্যন্ত বিসিসি’র ১১ ও ১৯ নং ওয়ার্ডে একটি করে মনোনয়নপত্র জমা হয়। যে কারনে ওই দুটি ওয়ার্ডে বর্তমান দুই কাউন্সিলরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তবে শেষ মুহুর্তে দুটি ওয়ার্ডেই একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যে কারনে নির্বাচনের পূর্বের হিসাব নিকাশ বদলে যায়।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে, ৩০টি ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৩টি, ২নং ওয়ার্ডে ৪টি, ৩নং ওয়ার্ডে ৮টি, ৪নং ওয়ার্ডে ৬টি, ৫নং ওয়ার্ডে ৭টি, ৬নং ওয়ার্ডে ৫টি, ৭নং ওয়ার্ডে ৩টি, ৮নং ওয়ার্ডে ৩টি, ৯নং ওয়ার্ডে ৪টি, ১০নং ওয়ার্ডে ২টি, ১১ নং ওয়ার্ডে ৩টি, ১২নং ওয়ার্ডে ২টি, ১৩নং ওয়ার্ডে ৪টি, ১৪নং ওয়ার্ডে ৩টি, ১৫নং ওয়ার্ডে ৩টি, ১৬নং ওয়ার্ডে ৩টি, ১৭নং ওয়ার্ডে ২টি, ১৮নং ওয়ার্ডে ৪টি, ১৯নং ওয়ার্ডে ৩টি, ২০নং ওয়ার্ডে ৩টি, ২১নং ওয়ার্ডে ৪টি, ২২নং ওয়ার্ডে ৩টি, ২৩নং ওয়ার্ডে ৪টি, ২৪নং ওয়ার্ডে ৫টি, ২৫নং ওয়ার্ডে ৫টি, ২৬নং ওয়ার্ডে ৩টি, ২৭নং ওয়ার্ডে ৫টি, ২৮নং ওয়ার্ডে ৩টি, ২৯নং ওয়ার্ডে ৩টি ও ৩০নং ওয়ার্ডে ৩টি করে মনোনয়নপত্র জমা হয়েছে। আগামী ২ জুলাই আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে।
এছাড়া সংরক্ষিত ১০টি ওয়ার্ডের বিপরীতে মোট ৩৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছে। ওই ১০টি পদের বিপরীতে মনোনয়নপত্র বিক্রি হয়েছিলো ৪০টি। সংরক্ষিত ওয়ার্ড-১ (ওয়ার্ড নং- ১.২.৩) এর বিপরীতে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ড-২ (ওয়ার্ড নং- ৪.৫.৬) এর বিপরীতে ৬ জন, সংরক্ষিত ওয়ার্ড-৩ (ওয়ার্ড নং- ৭.৮.৯) বিপরীতে ২ জন, সংরক্ষিত ওয়ার্ড-৪ (ওয়ার্ড নং- ১০.১১.১২) এর বিপরীতে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ড -৫ (ওয়ার্ড নং- ১৩.১৪.১৫) বিপরীতে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ড-৬ (ওয়ার্ড নং- ১৬.১৭.১৮) বিপরীতে ৯ জন, সংরক্ষিত ওয়ার্ড-৭ (ওয়ার্ড নং- ১৯.২০.২১) এর বিপরীতে ২ জন, সংরক্ষিত ওয়ার্ড-৮ (ওয়ার্ড নং- ২২.২৩.২৭) এর বিপরীতে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ড-৯ (ওয়ার্ড নং- ২৪.২৫.২৬) এর বিপরীতে ৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ড-১০ (ওয়ার্ড নং- ২৮.২৯.৩০) এর বিপরিতে ২ জন করে কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য আগামী ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশনের ভোট গ্রহন। এর পূর্বে আগামী ১ ও ২ জুলাই প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। ৩ থেকে ৫ জুলাই পর্যন্ত আপিল ৬ থেকে ৮ জুলাই আপিলের নিস্পত্তি এবং ৯ জুলাই প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর পর ১০ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দের পর পরই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার প্রচারনা করতে পারবে প্রার্থীরা।
এবারের নির্বাচনে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় নতুন ও পুরাতন মিলিয়ে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। হিসাব অনুযায়ী বরিশাল সিটিতে এবার নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটার ৭০৬ জন বেশি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT