মহানগরের ৩০ ওয়ার্ড নেতৃবৃন্দ’র সাথে সাদিক আব্দুল্লাহর মতবিনিমিয় মহানগরের ৩০ ওয়ার্ড নেতৃবৃন্দ’র সাথে সাদিক আব্দুল্লাহর মতবিনিমিয় - ajkerparibartan.com
মহানগরের ৩০ ওয়ার্ড নেতৃবৃন্দ’র সাথে সাদিক আব্দুল্লাহর মতবিনিমিয়

6:04 pm , June 25, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ মহানগরীর ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন সিটি নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর কালিবাড়ি রোডে সেরনিয়াবাত ভবনে মহানগর নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়। দলের মনোনয়ন পেয়ে ফেরার পরে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র এটাই প্রথম সভা।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর’র উপস্থিতিতে ওয়ার্ডের সভাপতি-সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় তিনি তাকে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী হিসেবে সমর্থন দেয়ায় ৩০ ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি কোন ব্যক্তি নয়, দল এবং নৌকার বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের সভাপতি এবং সম্পাদকরা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে মেয়র পদে মনোনয়ন দেয়ায় দলে সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবিক্ষন কমিটির মন্ত্রি মর্যাদায় আহ্বায়ক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ-এমপিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।

অপরদিকে সেরনিয়াবাত ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দলের কাউন্সিলর প্রার্থীদের বিষয়ে আলোচনা হয়। এসময় দলের সমর্থন বঞ্ছিত অনেক নেতাই তাদের আক্ষেপ প্রকাশ করেন। তবে তাদের ভেঙ্গে না পড়ার জন্য বলেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি কেন্দ্রে সিদ্ধান্ত মেনে নিয়ে দলের মনোননিত প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন বলে সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT