5:44 pm , June 24, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বাজার রোডের খাঁজা মাঈনুদ্দিন মাদ্রাসার ছাত্র পিতৃমাতৃহীন শিশু গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। গত শনিবার নগরীর স্ব-রোডের চাচার বাসা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে পিতৃমাতৃহীন ওই শিশু ছাত্র মো. সাফিন’র (৯) কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। সাফিন নগরীর ৪নং ওয়ার্ড মহাবাজ পঞ্চায়েত বাড়ীর বাসিন্দা মৃত মো. জাকির হোসেন সান্টুর ছেলে। সে ওই মাদ্রাসার নাজরানা বিভাগের আবাসিক ছাত্র। এ ঘটনায় গতকাল রোববার ওই ছাত্রের চাচা মো. জালাল অহম্মেদ কোতয়ালী মডেল থানায় সাধারন ডায়েরী করেছেন।
ডায়েরী সুত্রে জানা গেছে, গত ২৩ জুন শনিবার বিকেল ৫টার দিকে চাচা জালাল আহম্মেদের স্ব-রোডের ডা. রব ভিলার বাসা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। এশার নামাজের সময় চাচা জালাল মাদ্রাসা গিয়ে সাফিন পৌছেছে কিনা খোঁজ নেয়। তখন জানতে পারেন সাফিন মাদ্রাসায় যায়নি। এরপর তার সন্ধানে আতœীয়-স্বজনসহ পরিচিত সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি। নিখোঁজ সাফিনের উচ্চতা তিন ফুট আট ইঞ্চি, গায়ের রং ফর্সা। তার পড়নে সাদা পায়জামা ও পাঞ্জাবী ছিল। কোন সহৃদয় ব্যক্তি পিতৃমাতৃহীন শিশু সাফিনের খোঁজ পেয়ে থাকেন, তাহলের চাচা জালাল আহম্মেদ’র মোবাইল নম্বর ০১৭১৮৪৮৫২৫১ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।