মেয়র পদে নৌকার কান্ডারী সাদিক আবদুুল্লাহ মেয়র পদে নৌকার কান্ডারী সাদিক আবদুুল্লাহ - ajkerparibartan.com
মেয়র পদে নৌকার কান্ডারী সাদিক আবদুুল্লাহ

6:01 pm , June 22, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নগর পিতার লড়াইয়ে ক্ষমতাসীন দলের নৌকা প্রতিকের কান্ডারীর দায়িত্ব পেয়েছেন যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুুল্লাহ। গতকাল শুক্রবার বিকালে মনোনয়ন বোর্ডের সভা শেষে মেয়র পদের দলীয় প্রার্থী হিসেবে সাদিক আবদুল্লাহ’র নাম ঘোষনা করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘোষনার খবর নগরীতে পৌঁছানোর সাথে সাথে শুরু হয় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন।

এদিকে সকল উৎকন্ঠা কাটিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তরুন নেতা সেরনিয়বাত সাদিক আবদুল্লাহকে মনোনয়ন দেয়ায় পুনরায় প্রান ফিরে পেয়েছে নেতা-কর্মীরা। সাদিক আবদুল্লাহ’র নাম ঘোষনার পর পরই আনন্দে উচ্ছাসিত হয়ে পড়ে বরিশাল জেলা, মহানগর ও তৃনমুল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাৎক্ষনিক ভাবে নগরীর সদর রোড এলাকায় আনন্দ মিছিল বের করে তারা। ফুল ছিটিয়ে সাদিক আবদুল্লাহ’র পক্ষ থেকে নগরবাসীকে শুভেচ্ছা জানায় আনন্দে উদ্বেলিত নেতা-কর্মীরা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক বিপ্লব দত্ত জানান, আগামী ৩০ জুলাই বরিশাল সহ তিন সিটি’র নির্বাচন। ওই নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারন ও নৌকা প্রতীক বরাদ্দের জন্য গতকাল শুক্রবার বিকালে স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। গণভবনে প্রধানমন্ত্রীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দীর্ঘ আলোচনা শেষে সকলের ঐক্যমতের ভিত্তিতে বরিশাল সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নাম ঘোষনা করেন সভানেত্রী শেখ হাসিনা। ওই সভায় বরিশাল ছাড়াও রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় ওই নেতা আরো জানান, বরিশাল সিটিতে মোট ৫ জন দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সাদিক আবদুল্লাহ ছাড়া বাকি চারজন হলেন কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. খান আলতাফ হোসেন ভুলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক শামীম, মহানগর আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মীর আমিন উদ্দিন আহমেদ মোহন। এদের মধ্যে মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন সেরনিয়বাত সাদিক আবদুল্লাহ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন হিরন’র মৃত্যুর পরে ছন্নছাড়া হয়ে পড়ে নেতা-কর্মীরা। নেতৃত্ব সংকটে ঝিমিয়ে যায় দলের সাংগঠনিক কার্যক্রম। ঠিক সেই মুহুর্তে বরিশাল মহানগর আওয়ামী লীগের হাল ধরেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার যোগ্য নেতৃত্ব সাংগঠনিক দক্ষতার কারনে খুব সহজেই নিস্প্রান মহানগর আওয়ামী লীগ প্রান ফিরে পায়। সাংগঠনিক কিংবা জাতীয় পর্যায়ের যে কোন কর্মসূচিতে পূর্বের থেকেও বেশি নেতাকর্মীদের সমাগম ঘটে। যার অবদান সাদিক আবদুল্লাহ’র। তাছাড়া প্রায় পাঁচ বছরে আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতাই বরিশালে কর্মসূচি পালন করে। প্রতিটি কর্মসূচি একক কৃতিত্বে জনসমুদ্রে পরিনত করেন সাদিক আবদুল্লাহ। আর তাই সাদিক আবদুল্লাহ’র সাংগঠনিক যোগ্যতা দেখে মুগ্ধ হন দলের সাধারণ সম্পাদক মন্ত্রী ওবায়েদুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর কবির নানক-এমপি সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিনত করনের পেছনে নিরলস পরিশ্রম ছিলো সাদিক আবদুল্লাহ’র। এসব কারনে সাদিক অনেক আগে থেকেই দলের হাই কমান্ডে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়। শুধু তাই নয়, সাংগঠনিক যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে দলীয় নেতা-কর্মী এমনকি বরিশালবাসীর মন জয় করা সাদিক আবদুুল্লাহ পুরস্কৃত হন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক’র পদ পেয়ে।

সূত্রগুলো আরো জানায়, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বে থেকেই মাঠ জরিপ শুরু করে কেন্দ্র। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী বিভিন্ন মাধ্যমে তার অবস্থান সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করেন। সে হিসেবে বরিশাল সিটি নির্বাচনে যে পাঁচজন দলের মনোনয়ন দাবী করেন তাদের মধ্যে একমাত্র সাদিক আবদুল্লাহ’র অবস্থানগত দিকের ভিন্নতা খুঁজে পান দলের সভানেত্রী। পাশাপাশি বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ তৃনমুল থেকে সাদিক আবদুল্লাহকে একক প্রার্থী ঘোষনা করা হয়। এসব কারনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে সবার থেকে এগিয়ে ছিলেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। যা নিয়ে গতকাল শুক্রবারের সংখ্যায় আজকের পরিবর্তনে একটি সংবাদ প্রকাশিত হয়। গতকাল শুক্রবার মেয়র প্রার্থী হিসেবে সাদিক আবদুল্লাহ’র নাম ঘোষার মাধ্যমে সত্যতা পায় পরিবর্তনে প্রকাশিত সংবাদটি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT