অচেনা ব্যক্তিকে মেয়র প্রার্থী করায় জাতীয় পার্টি থেকে গণ পদত্যাগের সিদ্ধান্ত ঝুনুর অচেনা ব্যক্তিকে মেয়র প্রার্থী করায় জাতীয় পার্টি থেকে গণ পদত্যাগের সিদ্ধান্ত ঝুনুর - ajkerparibartan.com
অচেনা ব্যক্তিকে মেয়র প্রার্থী করায় জাতীয় পার্টি থেকে গণ পদত্যাগের সিদ্ধান্ত ঝুনুর

6:51 pm , June 20, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে  ভূল বুঝিয়ে বরিশাল সিটি কর্পোরেশ নির্বাচনে জাতীয় পার্টির সম্ভাব্য মেয়র প্রার্থী ঠিক করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা সভাপতি বশির আহম্মেদ ঝুনু। তিনি বলেন পার্টির চেয়ারম্যানের পক্ষে সারাদেশের তৃনমূলের খোজ খবর রাখা সম্ভব নয়। এ সুযোগকে কাজে লাগিয়ে বরিশালের ত্যাগী নেতাদের বাদ দিয়ে অপরিচিত এক ব্যাক্তিকে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী ঠিক করা হয়েছে। যাকে প্রার্থী হিসেবে ঠিক করা হয়েছে তাকে আমি নিজেও চিনিনা এবং পার্টির নেতা কর্মিরাও চেনেননা। ফলে আগামী নির্বাচনে কোন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়া না হলে পার্টি থেকে গণপদত্যাগ এবং  নিজেই বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষনা দিয়েছেন বশির আহম্মেদ  ঝুনু। গতকাল বেলা ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসকল কথা বলেন তিনি। পল্লীবন্ধু সমর্থকবৃন্দ’র ব্যানারে আয়োজিত  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বশির আহম্মেদ ঝুনু বলেন, ১৯৮৩ সাল থেকে জতীয় পার্টির অঙ্গ সংগঠন নতুন বাংলা ছাত্র সমাজ থেকে আমার রাজনৈতিক কর্মকান্ড শুরু করি। এরপর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন  করেছি। বর্তমানে পার্টির জেলার যুগ্ম আহবায়ক ও সদর উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এই পার্টির জন্য আমি জেল খেটেছি, পুলিশের মার খেয়েছি,২২ দলকে রাস্তায় প্রতিহত করেছি। পার্টির অসহায় দুস্থদের সহযোগীতা করেছি।

আসন্ন নির্বাচনে আমি জাতীয় পার্টির সম্ভাব্য মেয়র প্রার্থী।  কিন্তু দুঃখের বিষয় যাকে বরিশালের মানুষ চেনে না, যে কোন সেবামূলক কর্মকান্ডে কখনোই জড়িত ছিলনা হঠাৎ করে স্থানীয় একজন স্বার্থপর ও সুযোগ সন্ধানী নেতা জনৈক তাপস নামের এক ব্যাক্তিকে মেয়র প্রার্থী করতে চায়। বরিশালবাসী ও সাংবাদিকবৃন্দকে তিনি প্রশ্ন রেখে বলেন ,সারা জীবন আমি এই পার্টির জন্য ত্যাগ করে কি পেলাম? আপনাদের বিচারে আমাদের স্থান কোথায় হতে পারে? আমরা যে কোন মুহুর্তে এই পার্টি থেকে  গনপদত্যাগ করতে পারি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঝুনু বলেন, একমাত্র পল্লীবন্ধু যদি আমাকে সঠিক মূল্যায়ন করে তাহলেই কেবল আমি প্রার্থী হতে সরে দাড়াবো অন্যথায় নেতা কর্মিদের নিয়ে গনপদত্যাগ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থাকবো। কোন অন্যায়ের কাছে মাথা নত করে নির্বাচনী মাঠ থেকে সরে দাড়ানো হবে না বলেও ঘোষনা দেন তিনি ।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ঝুনু বলেন জাতীয় পার্টি থেকে মেয়র পদে যার নাম শোনা যাচ্ছে বরিশাল জেলা কিংবা মহানগর কমিটিতে তার কোন পদ নেই । কেন্দ্রীয় কমিটিতে তার  কোন পদ আছে বলে আমার জানা নেই ,এমনকি এখানে উপস্থিত নেতা কর্মিরাও জানে না ।

সংবাদ সম্মেলনে বশির আহম্মেদ ঝুনু সদর উপজেলার ১০ টি ইউনিয়নকে  সিটি কর্পোরেশনে বর্ধিত করা ,আন্তর্জাতিক মানের হাসপাতাল ও এবং মাদক ও দূর্নীতি মুক্ত শহর করা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করার প্রতিশ্রুতি দিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ মহসীন, সদর উপজেলার সাংগঠনিক সম্পদক শাহীন সাজু, যুগ্ম সাংগঠনিক সম্পদক ওবায়দুল হক বাদলসহ জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি,জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT