বিশেষ ক্ষমতা আইনের মামলায় এড. সরোয়ারসহ ১২৫ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জগঠন বিশেষ ক্ষমতা আইনের মামলায় এড. সরোয়ারসহ ১২৫ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জগঠন - ajkerparibartan.com
বিশেষ ক্ষমতা আইনের মামলায় এড. সরোয়ারসহ ১২৫ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জগঠন

6:49 pm , June 20, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশের বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার সহ ১২৫ জনের বিরুদ্ধে বিচারকার্য শুরু করছে আদালত। গতকাল বুধবার তাদের বিরুদ্ধে মামলায় আনা অভিযোগ গঠন করে আগামী ১৭ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনিছুর রহমান ওই আদেশ দেন। এ সময় শতাধিক নেতাকর্মী আদালতে উপস্থিত ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য নেতাকর্মীরা হলো- মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউদ্দিন সিকদার জিয়া, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহীন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বাকেরগঞ্জ থানা বিএনপির সভাপতি আবুল হোসেন খান, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মোমেন সিকদার, আসিফ আল মামুন, প্রিন্স মন্ডল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাহেদ আকন সম্রাট, মহানগর ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান লিমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, শওকত সরদার, আমিনুল্লাহ খান সোহেল, হারুন অর রশিদ, রফিকুল ইসলাম রিপন, শাহে আলম মেম্বার, মেহেদি হাসান সোহেল, আব্দুল ওয়াহেদ, রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান প্রিন্স, জেলা শ্রমিক দলের সভাপতি বশির আহমেদ, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম জনি, হুমায়ুন কবির, বিসিসি’র ২৯নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনিরুল ইসলাম শহীদ, গিয়াস উদ্দিন বাবুল মোল্লা, সুমন, নাসির উদ্দিন, শাহীন, ওমর হাওলাদার, রাব্বি, ইলিয়াস, সাদ্দাম, মশিউর রহমান এহসান, মেহেদি হাসান সম্পদ, মজিবুর রহমান, তারিকুল ইসলাম জিকু, হানিফ ঘরামি, আলাউদ্দিন আহম্মেদ, জয়নাল আবেদিন বাচ্চু, জিয়া উদ্দিন লিটন সহ ১২৫ জন। আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর নির্বাচন বানচালের উদ্দেশ্যে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের সুরভী পেট্রোল পাম্পের সামনে থেকে ফিশারী রোড পর্যন্ত কাঠের গুড়ি ও ইট ফেলে পথ অবরোধ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এছাড়াও চলমান মাহিন্দ্রা, অটোরিকশা ভাঙচুর করে জনমনে ভীতির সঞ্চার করে। এ সময় এয়ারপোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ তাদের বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় ১৬টি গ্যাস সেল, ১২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নামধারী ৫৪ জন সহ অজ্ঞাত ১২শ’ জন নেতাকর্মীকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। ২০১৪ সালের ৩১ অক্টোবর থানার অপর এসআই মো. নুরুল আলম তালুকদার ১২৫ জনকে আসামি করে আদালতে চার্জশীট জমা দেয়। চার্জশীট আমলে নিয়ে গতকাল নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কাজ শুরু করে আদালত।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT