6:48 pm , June 20, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র সহ তিনটি পদে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল বুধবার পর্যন্ত তিনটি পদের বিপরীতে মোট ৯৭টি মনোনয়পত্র বিক্রি করেছে নির্বাচন অফিস। অবশ্য গতকাল বুধবার সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন বিক্রি হলেও মেয়র পদে নতুন করে কোন মনোনয়নপত্র বিক্রি হয়নি।
বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান জানান, আগামী ৩০ জুলাই বরিশাল সহ তিন সিটি কর্পোরেশনের নির্বাচন এক যোগে অনুষ্ঠিত হবে। আর তাই আগামী ২৮ জুন পর্যন্ত মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে আগ্রহী প্রার্থীদের জন্য দলীয় মনোনয়ন বিক্রি ও জমা নেয়া হবে। এর পর যাচাই, বাচাই, আপিল ও প্রত্যাহার কার্যক্রম শেষে নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হবে।
তিনি বলেন, নির্বাচনে সামনে রেখে এরই মধ্যে গতকাল বুধবার পর্যন্ত তিনটি পদের বিপরীতে মোট ৯৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মেয়র পদে নতুন করে কেউ মনোনয়ন সংগ্রহ করেনি। তাই ওই পদে পূর্বের চারজনই রয়েছেন। তবে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন বিক্রি হয়েছে। ৩০টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে ৭৬টি এবং ১০ সংরক্ষিত নারী কাউন্সিলর পদের বিপরিতে ১৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।