ড্রেজার চালকের মরদেহ উদ্ধার ড্রেজার চালকের মরদেহ উদ্ধার - ajkerparibartan.com
ড্রেজার চালকের মরদেহ উদ্ধার

6:24 pm , June 19, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জে ড্রেজার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের মহিষা গ্রামের নিজ বাড়ি থেকে চালক আনিস মাঝি’র (৩৫) লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃত ইয়াসিন মাঝির ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাত বছর পূর্বে একই গ্রামের আমির হোসেন মোল্লার মেয়ে ফাতেমা আক্তারের সাথে বিয়ে হয় আনিসের। তাদের সংসারে পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার সকালে আনিস কাজে না যাওয়ায় তার সন্ধানে সহকর্মীরা বাড়িতে গিয়ে আনিসের লাশ মেঝেতে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। মেহেন্দীগঞ্জ থানার ওসি আক্তারুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT