জেলা ও মহানগর আ’লীগের বর্ধিত সভায় মেয়র পদে সাদিক আবদুল্লাহকে সমর্থনের সিদ্ধান্তে অনঢ় নেতা-কর্মীরা জেলা ও মহানগর আ’লীগের বর্ধিত সভায় মেয়র পদে সাদিক আবদুল্লাহকে সমর্থনের সিদ্ধান্তে অনঢ় নেতা-কর্মীরা - ajkerparibartan.com
জেলা ও মহানগর আ’লীগের বর্ধিত সভায় মেয়র পদে সাদিক আবদুল্লাহকে সমর্থনের সিদ্ধান্তে অনঢ় নেতা-কর্মীরা

1:55 pm , June 19, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সমর্থনের সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। গতকাল সোমবার অনুষ্ঠিত পৃথক বর্ধিত সভায় আবারো দলীয় মেয়র প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকেই সমর্থন জানানো হয়েছে। পাশাপাশি বর্ধিত সভার সিদ্ধান্তের আলোকে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে দলীয় মনোনয়ন নিশ্চিত করনের বিষয়ে কেন্দ্রে লিখিত দাবী পেশ করবে তৃনমুল নেতা-কর্মীরা।

এদিকে বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবারের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবে মহানগর আওয়ামী লীগ। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই বাচাই শেষে ৩০ ওয়ার্ড এবং সংরক্ষিত ১০টি আসনে আ’লীগের প্রার্থীদের মনোনয়ন দিবে মহানগর কমিটি। এমনটিই জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসেন।

জানাগেছে, আগামী ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। এছাড়া ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। বিশেষ দুটি দিনকে ঘিরে পৃথক বর্ধিত সভা করে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে বর্ধিত সভা দুটি অনুষ্ঠিত হয়।

এর মধ্যে বেলা সাড়ে ১২টার শুরু হয় বরিশাল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবিক্ষন কমিটির মন্ত্রি মর্যাদায় আহ্বায়ক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ-এমপি’র সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস-এমপি, বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহান আরা বেগম, জেলা আওয়ামী লীগ নেতা মাহবুবু উদ্দিন আহমেদ বীর বিক্রম সহ-অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহন করা হয়। সেই সাথে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্ধারনের বিষয়ে আলোচনা করা হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস-এমপি, মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম সহ অন্যান্য নেতৃবৃন্দ সিটি নির্বাচনে একমাত্র মেয়র প্রার্থী হিসেবে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে হাত উচিয়ে সমর্থন জানান। পাশাপাশি তাকে যাতে দলীয় মনোনয়ন দেয়া হয় সে বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি এবং মনোনয়ন বোর্ডের কাছে জেলা এবং তাদের আওতাধীন তৃনমূল থেকে সুপারিশ প্রেরনের বিষয়ে সিদ্ধান্ত হয়। নেতৃবৃন্দের দাবীর বিষয়টি দলের সভা নেত্রীর সামনে তুলে ধরার আশ্বাস দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ-এমপি। তবে কেন্দ্র থেকে যাকেই দলীয় মনোনয়ন দেয়া হবে তার পক্ষে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।

এর পূর্বে সিটি নির্বাচন ও আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষে বর্ধিত সভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। বেলা ১১টায় নগরীর সার্কিট হাউসে শুরু হওয়া বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের এমপি ও আওয়ামী লীগের সিনিয়র সদস্য জেবুন্নেছা আফরোজ, কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, আমিনুল ইসলাম তোতা, সাইদুর রহমান রিন্টু প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মšি ¿পদ মর্যাদার আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ-এমপি, তালুকদার মো. ইউনুস-এমপি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কর্মসূচি গ্রহনের পাশাপাশি সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে আলোচনা হয়।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর জানান, বর্ধিত সভায় সকল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ওই সভায় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী দেয়ার বিষয়ে তৃনমূলের মতামত গ্রহন করা হয়। পাশাপাশি যারা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তাদেরকে হাত উচিয়ে মত প্রকাশের আহবান করা হয়। ‘ কিন্তু মহানগর আওয়ামী লীগের কোন নেতা-কর্মীই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আগ্রহ প্রকাশ করেনি। বরং তারা সবাই আসন্ন সিটি নির্বাচনে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়বাত সাদিক আবদুল্লাহকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেয়ার জন্য জোর দাবী জানান। যে কারনে প্রার্থী নির্ধারনের বিষয়ে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে একক প্রার্থী হিসেবে দলীয় সমর্থনের সিদ্ধান্তে অনড় রয়েছে মহানগর আওয়ামী লীগ। তুলমুল নেতা-কর্মীদের এ দাবী লিখিত ভাবে কেন্দ্রে প্রেরন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

একেএম জাহাঙ্গীর জানান, আজ মঙ্গলবারের মধ্যে ৩০টি ওয়ার্ডে সাধারণ এবং ১০টি সংরক্ষিত আসনে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করা হবে। এজন্য সোমবার সন্ধ্যার মধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহন করে মহানগর নেতৃবৃন্দ। এমনকি রাতের মধ্যেই তা জমা দিতে বলা হয়।

তিনি বলেন, যারা আবেদন করবে তাদের দলীয় পদ এবং পূর্বের রাজনৈতিক কর্মকান্ডের বিষয়টি আবেদনে তুলে ধরতে বলা হয়েছে। সেই সাথে জামানত হিসেবে আবেদনকারীদের কাছ থেকে পাঁচ হাজার টাকা রাখা হচ্ছে। যারা আবেদন করবেন তাদের মনোনয়নের বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা আজ মঙ্গলবার সন্ধ্যার পরে অনুষ্ঠিত হবে। ওই সভার মাধ্যমে প্রার্থী নির্ধারন করে তা কেন্দ্রে প্রেরন করা হবে। কেন্দ্র থেকে কাউন্সিলর প্রার্থী চুড়ান্ত করবে বলে জানিয়েছেন একেএম জাহাঙ্গীর। তাছাড়া পূর্বের গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ড পর্যায়ে যারা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন তারা সিটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে পুনরায় সিদ্ধান্ত হয়। দলীয় পদ আছে এমন কেউ নির্বাচনে ইচ্ছা প্রকাশ করলে তাকে দলীয় পদ থেকে পদত্যাগ করার নিময় অবশ্যই মান্য করে তার পরে নির্বাচনে অংশগ্রহনের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের ওই নেতা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT