নথুল্লাবাদে বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ নথুল্লাবাদে বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ - ajkerparibartan.com
নথুল্লাবাদে বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

6:43 pm , June 12, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রী নেয়া নিয়ে বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের অন্তত ৬ শ্রমিক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল পৌনে ৩টায় সংলগ্ন মাহেন্দ্রা স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নতুন বাজার থেকে বানারীপাড়া উদ্দেশ্যে স্বর্ণা পরিবহনের বাস ছেড়ে যায়। পথিমধ্যে নথুল্লাবাদে টেম্পু স্ট্যান্ডের সামনে থেকে বাসটিতে কয়েকজন যাত্রী নেয়া হয়। এতে ক্ষিপ্ত হয় মাহেন্দ্রা শ্রমিকরা। বিষয়টি নিয়ে মাহেন্দ্রা চালক শামীম ও রুবেলের সাথে বাস চালক’র বাকবিতন্ডা হয়। এক পর্যায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় এই সংঘর্ষে ৫/৬টি (থ্রি-হুইলার) মাহিন্দ্রা ভাংচুর করে বাস শ্রমিকরা। মারধর করা হয় রাজিব নামের এক মাহেন্দ্রা চালককে।

এই ঘটনায় মাহিন্দ্রা চালক শামীম, রুবেল, রাজীব ও বাস চালক সোহাগ গুরুত্বর আহত হয়। এছাড়া আরো দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে। তাছাড়া ঘটনার পর পরই নথুল্লাবাদ ও নতুন বাজার থেকে অভ্যন্তরিন ১৪টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। সেই সাথে মাহেন্দ্রা চলাচল বন্ধ করে দিয়ে ধর্মঘট শুরু করে মাহেন্দ্রা শ্রমিকরাও। সৃষ্টি হয় দুই গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা। ফলে টানা দুই ঘন্টা অভ্যন্তরিন রুটে বাস ও মাহেন্দ্রা চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি দুই গ্রুপকে আশ্বস্থ করে বাস ও মাহেন্দ্রা ধর্মঘট প্রত্যাহার করান।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব আহম্মেদ বলেন, মাহিন্দ্রা শ্রমিকদের হামলায় আমার শ্রমিকরা ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ঘটনার বিচার হবে। পুলিশ জানিয়েছে ঈদের পরে বিষয়টি তারা সমাধান করে দিবেন।

আলফা-মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন মোল্লা জানান, ঈদের সময় বাস চালকরা খাম খেয়ালী করে। এই নিয়ে বাস শ্রমিকদের সাথে মাহিন্দ্রা চালকদের কথা কাটাকাটির একপর্যায়ে বাস শ্রমিকরা মাহিন্দ্রা চালকদের মারধর ও ১০/১২টি মাহিন্দ্রা ভাংচুর করে।

অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার মো. রকিবুজ্জামান জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। কয়েকটি মাহিন্দ্রা ভাংচুর করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে বাস ও মাহেন্দ্রা চলাচল স্বাভাবিক রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT