মাদক বিরোধী অভিযানে প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে পুলিশ-আবুল হাসানাত আবদুল্লাহ এমপি মাদক বিরোধী অভিযানে প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে পুলিশ-আবুল হাসানাত আবদুল্লাহ এমপি - ajkerparibartan.com
মাদক বিরোধী অভিযানে প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে পুলিশ-আবুল হাসানাত আবদুল্লাহ এমপি

7:05 pm , June 11, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনী একটি দেশ সুষ্ঠুভাবে পরিচালনার মূল ভিত্তি। দেশের আইন শৃঙ্খলা ভালো থাকলে দেশও ভালো হয়। অন্যান্য দেশের পুলিশের থেকে এ দেশের পুলিশ অনেক ভালো কাজ করেছে। যার প্রমাণ ইতিমধ্যে মাদক ও জঙ্গি বিরোধী অভিযানে দিয়েছে পুলিশ। গতকাল সোমবার নগরীর গ্রান্ডপার্ক হোটেলে মেট্রোপলিটন পুলিশের আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। এ সময় রমজান মাসের মহত্বের পাশাপাশি তিনি ১৫ আগষ্ট প্রধানমন্ত্রী তার পরিবারের উপর নির্মম হত্যা যজ্ঞের কথা স্মরণ করে আরো বলেন, সেই দিনেও পুলিশ নিজেদের আত্মাহুতি দিয়েছে। ২০১৪ সালেও বিএনপির সহিংসতার হাত থেকে দেশের জনগনকে রক্ষা করেছে পুলিশ। দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে পুলিশ গৌরবজ্জল ভুমিকা পালন করছে উল্লেখ করে পুলিশের এই অগ্রণী ভুমিকার প্রশংসা করেন তিনি। ইফতার অনুষ্ঠানে পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমানের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. তালুকদার মো. ইউনুস এমপি, সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, এড. শেখ মো. টিপু সুলতান এমপি, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মো. আবু আজাদ শামীম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফারুক, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীন উদ্দিন, বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, শেখ হাসিনা সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. সাইফুল আলম, ডিজিএফআই বিভাগীয় প্রধান কর্ণেল জিএম শরিফুল ইসলাম, র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার আতিকা ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম, বরিশাল বিশ^বিদ্যালয়ের ভিসি এসএম ইমামুল হক, জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার কামরুল আমিন, হাবিবুর রহমান, গোলাম আব্দুর রউফ, উত্তম কুমার পাল, মোস্তাফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এড. একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান আলো, মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম, জেলা ও দায়রা জজ আদালতের পিপি গিয়াস উদ্দিন কাবুল, আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান লিংকন, যুবলীগ নেতা এড. রফিকুল ইসলাম খোকন, পুলিশের সিনিয়র সহকারি কমিশনার রুনা লায়লা, শাহনাজ পারভীন, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হক খান মামুন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT