মাদক সেবনে বাধা দেয়ায় কলাপাড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত মাদক সেবনে বাধা দেয়ায় কলাপাড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত - ajkerparibartan.com
মাদক সেবনে বাধা দেয়ায় কলাপাড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত

6:50 pm , June 10, 2018

কলাপাড়া প্রতিবেদক ॥ মাদক সেবনে বাঁধা দেওয়ায় মো. সলেমান (১২) নামের এক কিশোরের ছুরির আঘাতে মো. নয়ন মোল্লা (১৫) নামের অপর এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের লঞ্চঘাট এলাকার মো. আলম মিয়ার রেস্তরায় এঘটনাটি ঘটে। পুলিশ অভিযুক্ত সলেমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করেছে।

মো. সলেমানের উদ্ধৃতি দিয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার মধ্যরাতে রেস্তরার কাজ শেষ করে এরা দুজনেই রেস্তরায় ঘুমুতে যায়। এসময় মো. সলেমান সিগারেট খাচ্ছিল। সিগারেটের গন্ধ মো. নয়ন সহ্য করতে না পেরে সলেমানকে সিগারেট খেতে নিষেধ করে। এক পর্যায়ে দুজনে ইয়ার্কি থেকে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। এসময় রেস্তরার পেঁয়াজ কাটার ছুরি দিয়ে সলেমান মো. নয়নের গলায় আঘাত করে। এতে নয়নের গলায় মারাত্মক জখম হয়। রেস্তরার মালিকসহ অন্যান্যরা আহত অবস্থায় তাকে ভোরে কলাপাড়া হাসপাতালে নেয়া হলে শঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরন করেন চিকিৎসকরা। পথিমধ্যে মো. নয়ন মোল্লা মারা যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত মো. নয়ন কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের রহমতপুর গ্রামের খোকন মোল্লার ছেলে। অভিযুক্ত সলেমান আমতলী উপজেলার কলঙ্ক গ্রামের আবু বশার সিকদারের ছেলে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT