6:41 pm , June 9, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বরিশালের সর্ববহৎ ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর বরিশাল ক্লাবে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মোনাজাত বিগত দিনের ইফতার কর্মসূচির রেকর্ড অতিক্রম করেছে। কেননা এবারের ইফতার অনুষ্ঠানে যোগ দেন পনের সহস্রাধিক নেতাকর্মী ও সুধীজন। যা বিগত বছরগুলোর তুলনায় কয়েক গুণ বেশি।
জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির মন্ত্রী মর্যাদায় আহ্বায়ক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র কার্যনির্বাহী সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ-এমপি।
মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মোনাজাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস-এমপি ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র কার্যনির্বাহী সদস্য জেবুন্নেছা আফরোজ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাহান আরা বেগম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম ইমামুল হক, জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম, বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ডিজিএফআই’র অধিনায়ক কর্ণেল জিএম শরিফুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গোলাম রউফ খান, উত্তম কুমার পাল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম তোতা, যুবলীগ বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক মো. নিজামুল ইসলাম নিজাম, জেলার সভাপতি অধ্যাপক মো. জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নঈমুল হোসেন লিটু, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম মনির মোল্লা, মহানগর জাতীয় পার্টির সভাপতি এ্যাড. একেএম মুরতজা আবেদীন, সহ মহানগর আওয়ামী লীগের ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, দলীয় কাউন্সিলর, বরিশাল আওয়ামী লীগের অধিনস্ত বিভিন্ন উপজেলা ও পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, দলীয় উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রগন উপস্থিত ছিলেন ছাড়াও বরিশাল শিক্ষা বোর্ড, সরকারি বিএম কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, মহিলা কলেজ, বরিশাল কলেজ অধ্যক্ষগন, শিক্ষানুরাগী, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও নেতা-কর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল পূর্বক জেলা আওয়ামী লীগের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস-এমপি ও মহানগর আওয়ামী লীগের পক্ষে সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল। এসময় তারা জেলা ও মহানগর আওয়ামী লীগের সুন্দর ও সুশৃঙ্খল ইফতার ও দোয়া মোনাজাত কর্মসূচিতে অংশগ্রহন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন ও পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা পরবর্তী বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন স্টিমার ঘাট জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মাওলানা সরফুদ্দিন আহমেদ বেগ। এসময় তিনি ১৫ই আগস্ট ঘাতকের বুলেটে নিহত হওয়া বঙ্গবন্ধু সহ তার পরিবার, নিহত অন্যান্য ব্যক্তিবর্গ ও জাতীয় চার নেতা সহ আওয়ামী লীগের মৃত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।