বরিশাল সিটির ভোট স্বচ্ছ চেয়েছেন জাপা প্রার্থী তাপস বরিশাল সিটির ভোট স্বচ্ছ চেয়েছেন জাপা প্রার্থী তাপস - ajkerparibartan.com
বরিশাল সিটির ভোট স্বচ্ছ চেয়েছেন জাপা প্রার্থী তাপস

6:38 pm , June 9, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পার্টির উদ্যোগে নগরীতে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের বরিশাল জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে গতকাল শনিবার এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। অশি^নী কুমার হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা শিল্পপতি ইকবাল হোসেন তাপস। সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা মীর জসিম উদ্দিন, রফিকুল ইসলাম গফুর, বাকশিস নেতা অধ্যাপক মোশারফ হোসেন খান, মো. মজিবুর রহমান, খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা আব্দুল মান্নান, আ’লীগ নেতা সোনা মিয়া, জাপা নেতা আব্দুল জলিল, আব্দুর রহমান সপ্রু সহ সংগঠনের জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। এছাড়া সভায় যুব সংহতি ও ছাত্র সমাজের জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় ইকবাল হোসেন তাপস বলেন, আসন্ন সিটি নির্বাচনে কোন অন্যায়ের সাথে সমঝোতা করা হবে না। কোন শক্তির সাথে মাথানত করা হবে না। নির্বাচনী মাঠে কারো সাথে আপোষ করে মাঠ ছেড়ে দেয়া হবে না। শেষ পর্যন্ত লড়াই করা হবে। আপনারা আমার পাশে থাকলে জাতীয় পার্টির বিজয় সুনিশ্চিত। কয়েকদিন পূর্বে খুলনায় যে নির্বাচন হয়েছে বরিশাল সেভাবে নির্বাচন করতে দেয়া হবেনা। আমরা বরিশালে স্বচ্ছ নির্বাচন চাই। মনোনয়ন দাখিলের পর নির্বাচনী প্রচারণা আরম্ভ করা হবে। পরে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT