6:19 pm , June 5, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। “আসুন প্লাষ্টিক দূষন বন্ধ করি, প্লাষ্টিক পুন ব্যবহার করি, না পারলে বর্জন করি” শিরোনামে দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে অশ্বিনী কুমার হলের সামনে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান। পরে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্য্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আরেফিন বাদলের সভাপতিত্বে অশ্বিনী কুমার হলে এ অলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, বন সংরক্ষক (কোষ্টাল সার্কেল) গোবিন্দ রায়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এএইচএম রাশেদ, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের ৪টি গ্রুপে ১১ জন বিজয়ীকে পুরষ্কার প্রদান করা হয়। এসময় প্রত্যেক বিজয়ীকে ক্রেষ্ট ও সনদ তুলে দেয়া হয়।