সন্ত্রাসী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে : ফরহাদ সন্ত্রাসী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে : ফরহাদ - ajkerparibartan.com
সন্ত্রাসী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে : ফরহাদ

4:06 pm , March 23, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ হিজলা উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বড়জালিয়া ইউনিয়নে অবস্থিত সরকারি সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন (ভার্চুয়াল) বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দীন ফরহাদ। হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মো: শহীদুল্লাহ , মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, বরিশাল জেলা উত্তর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নুরুল আলম রাজু, হিজলা উপজেলা যুবদলের আহবায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান খান সজল, বরিশাল জেলা উত্তর কৃষক দলের আহবায়ক নলি মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী হাওয়ানুর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বেল্লাল জমাদ্দার, যবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জহির রায়হান, বড়জালিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক স.ম হুমায়ুন।
মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, ৫ আগস্টের পরে একটি স্বার্থান্বেষী মহল বিএনপির নামে চাঁদাবাজি, লুটতরাজ, সন্ত্রাস, রাহাজানি, ভূমিদস্যুতায় লিপ্ত । ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে হিজলার মাটিতে এই সব কুলাঙ্গারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো। আমাদের সামনে কঠিন পথ অতিক্রম করতে হবে। বিএনপিকে বিপাকে ফেলতে একটি মহল চেষ্টা করছে। তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT