3:29 pm , June 23, 2023

ভা-ারিয়া প্রতিবেদতক ॥ ভা-ারিয়ায় নাদিরা আক্তার (৮) নামের এক শিশু পানিতে ডুবে নিখোঁজ রয়েছে। নিখোঁজ নাদিরা আক্তার ৮৫ নং গুডহোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির ছাত্রী। স্থানীয় এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দেলোয়ার হেসেনের মেয়ে গোসল করতে গিয়ে বাড়ির সামনের খালে নিখোঁজ হয়। সন্ধ্যা থেকে পর্যন্ত খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান মেলেনি।