আমতলীতে দুই প্রার্থীর সমান সংখ্যক ভোট, লটারীতে বিজয়ী আহুরুজ্জামান আলমাছ খান আমতলীতে দুই প্রার্থীর সমান সংখ্যক ভোট, লটারীতে বিজয়ী আহুরুজ্জামান আলমাছ খান - ajkerparibartan.com
আমতলীতে দুই প্রার্থীর সমান সংখ্যক ভোট, লটারীতে বিজয়ী আহুরুজ্জামান আলমাছ খান

3:15 pm , October 17, 2022

আমতলী প্রতিবেদক ॥ বরগুনা জেলা পরিষদের সদস্য পদের নির্বাচনে আমতলী-২ আসনের সাধারন সদস্য পদে ৪জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে ১০৪টি ভোটারের মধ্যে ১০২জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ২ জন অনুপস্থিত। এর মধ্যে সাবেক জেলা পরিষদ সদস্য আবুল বাশার নয়ন মৃধা টিউবয়েল প্রতিকে ৪৫ ভোট পান। অপর দিকে আহরুজ্জামান আলমাছ খানহাতি প্রতিকে ৪৫ ভোট পান। দুই জনের ভোট সমান সংখ্যক হওয়ায় জেলা পরিষদের নির্বাচনী আইন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের উপস্থিতে লটারিতে হাতি প্রতিকের আহরুজ্জামন আলমাছ খান বিজয়ী হন। এঘটনায় সমান সংখ্যক ভোট পাওয়া সাবেক জেলা পরিষদের সদস্য আবুল বাশার নয়ন মৃধা লটারি প্রত্যাক্ষান করে নতুন করে ভোট দাবী করেন। অন্যথায় তিনি আদালতের আশ্রয় নেবেন বলে সাংবাদিকদের জানান।
বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, আমতলীতে ২ জন সদস্য পদের প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় জেলা পরিষদের নির্বাচনী আইন অনুযায়ী লটারী দেওয়া হয়েছে।
অন্যদিকে বরগুনার তালতলী উপজেলায় আসন নং-৩ কালাম সিকদার ৬৪ ভোট পেয়ে জেলা পরিষদের সদস্য পদে বেসরকারী ভাবে নির্বাচত হয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT