জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের স্বাক্ষর ও সীল ব্যবহার করে ভূয়া ওয়ারেন্ট ও রিকল তৈরির চক্র গ্রেপ্তার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের স্বাক্ষর ও সীল ব্যবহার করে ভূয়া ওয়ারেন্ট ও রিকল তৈরির চক্র গ্রেপ্তার - ajkerparibartan.com
জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের স্বাক্ষর ও সীল ব্যবহার করে ভূয়া ওয়ারেন্ট ও রিকল তৈরির চক্র গ্রেপ্তার

4:00 pm , July 29, 2022

দৌলতখান প্রতিবেদক ॥ ভোলার দৌলতখানে বিজ্ঞ জেলা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের স্বাক্ষর, ভূয়া ওয়ারেন্ট ও রিকল তৈরির চক্রের এক সদস্য আটক হয়েছে। বুধবার ছাদেক মহরী (৫৫) নামে ওই প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ। উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ছাদেক ওই ওয়ার্ডের মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে। তিনি দীর্ঘদিন ভোলা আদালতে মহরীর কাজ করতেন। বৃহষ্পতিবার বিকালে দৌলতখান থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা তুলে ধরেন দৌলতখান থানা (ওসি) তদন্ত মোঃ শাহাদাৎ হোসেন খান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত’র বিরুদ্ধে দৌলতখান থানায় চারটি প্রতারণা মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ছাদেক দৌলতখান উপজেলার বাসিন্দা রিমু ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নারী শিশু জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের স্বাক্ষর ও সীল ব্যবহার করে ভূয়া ওয়ারেন্ট ও রিকল তৈরির মাধ্যমে প্রতারণা করে রাজশাহী আদালত থেকে নারী ও শিশু নির্যাতনের ভূয়া একটি মামলার মাধ্যমে ভূয়া গ্রেপ্তারী পরোয়ানা তৈরি করে ভোলা আদালতে পাঠান। এসময় গ্রেপ্তারকৃত প্রতারক ছাদেক রাজশাহী আদালতে না গিয়ে ১০হাজার টাকা দিলে রিমুর পরিবারকে মামলার রিকল বের করে দেয়ার আশ্বাস দেন। রিমু মামলার কাগজপত্র দৌলতখান থানা পুলিশকে দেখালে কাগজপত্র পরিক্ষা-নিরীক্ষার পর ভূয়া প্রমাণীত হয়। পরে পুলিশ গিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। অভিযুক্তের বিরুদ্ধে দৌলতখান থানায় ৪ টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধমে জেলে পাঠানো হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT