3:13 pm , April 16, 2025

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহন পৌরসভার প্রধান সড়কে রিকশা, ভ্যান, অটো, মোটরসাইকেলসহ অন্যান্য ছোট যানবাহন থেকে টোল আদায় বন্ধ করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় রিকশা, ভ্যান শ্রমিক ইউনিয়ন লালমোহন উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এর আগেরদিন লালমোহন পৌরসভার প্রধান সড়কে টোল আদায় নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ হলে পৌরসভার হলরুমে বাজার ইজারাদার, রাজনৈতিক দলের নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাহ আজিজ। সেখানে টোল আদায়ের ব্যাপারে সুনির্দিষ্ট করে দেওয়া হয়। পৌরসভার নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন জানান, পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেল স্ট্যান্ড ইজারা দেওয়া হয়নি। কেউ যেন এসব থেকে টোল আদায় না করে সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। এ নির্দেশনার পরেও বুধবার বিচ্ছিন্নভাবে টোল আদায় করায় এবং টোল রেট সুনির্দিষ্ট করার দাবীতে রিকশা, ভ্যান, অটো, মোটরসাইকেল শ্রমিক ইউনিয়নের ব্যানারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপজেলা পরিষদের সামনে প্রতিবাদকারীদের সাথে পৌরসভা ইজারাদারদেরও মতবিনিময় সভা হয়। সেখানে ইজারাদার এর পক্ষ থেকে শ্রমিক দল নেতা ফোরকান চালকদের সাথে সমজোতার মাধ্যমে নিয়মের মধ্যেই ইজারার টোল আদায় করবেন বলে আশ^স্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজীজ বলেন, মন্ত্রণালয়কে লিখিতভাবে টোল ফ্রি করার জন্য অবহিত করা হয়েছে। আশা করি বিষয়টি দ্রুত সমাধান হবে।