3:03 pm , April 15, 2025

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে মার্কেটের ছাদ থেকে ক্রিকেট খেলার বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ গেট সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের ছাদে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী জিসান মার্কেটের পেছনের ওয়াল ঘেঁষা হাসিনা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
জানা গেছে, জিসান দুপুরে স্কুলে বিরতির সময় ক্রিকেট ব্যাট-বল নিয়ে মাঠে খেলছিল। এসময় বল ছুটে যায় জেলা পরিষদের মার্কেটের ছাদে। বল কুড়াতে জিসান তার এক সহপাঠিকে নিয়ে ছাদে উঠে। ছাদের উপর মেইন লাইনের বিদ্যুতের তার থাকায় তাতে স্পর্শ লেগে জিসান বিদ্যুতায়িত হয়। সহপাঠি তা দেখে ডাক চিৎকার করলে স্থানীয়রা জিসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।