কুয়াকাটায় রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন কুয়াকাটায় রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন - ajkerparibartan.com
কুয়াকাটায় রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন

3:04 pm , March 11, 2022

আরিফ সুমন, কুয়াকাটা ॥ পর্যটনকেন্দ্র কুয়াকাটায় সমুদ্র সৈকতে আগমন ঘটেছে রেকর্ড সংখ্যক পর্যটকের। যেন তিল ধারনের ঠাই নেই। আগত পর্যটকরা কেউ সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। কেউ ঝাউবাগান, শুটকি পল্লী, লেম্বুর চর, বৌদ্ধ বিহার, রাখাইন পল্লী ও ইলিশ পার্কসহ বিভিন্ন দর্শনীয় স্পট ঘুরে বেড়াচ্ছে। এদের মধ্যে অনেকেই প্রিয়জনদের সাথে সেল্ফি তুলেছে। পর্যটকের উপস্থিতি চোখে পড়ার মতো। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকত এখন মুখরিত। আগত এ সকল পর্যটকরা সৈকতের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। পর্যটকের এমন ভীড়ে বুকিং রয়েছে হোটেল মোটেল। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। তবে আগত পর্যটকরা যেন স্বাস্থ্যবিধি মানতেই চাইছেন না। এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বার বার সতর্কতামূলক মাইকিং করতে দেখা গেছে। পর্যাটক মুরাদ হাসান বলেন, পরিবারের সবাইকে নিয়ে বৃহস্পতিবার বিকালে কুয়াকাটায় এসেছি। সকালে সৈকত দাঁড়িয়ে সূর্য উদয়ের বিরল দৃশ্য দেখলাম। যা আমাদের মুগ্ধ করেছে।তবে এতো মানুষ আমি একসঙ্গে কখনো দেখিনি। অপর পর্যটক ইমরান হাসান বলেন, এর আগেও কয়েবার কুয়াকাটায় এসেছি। তখন সৈকত অনেক বড় ছিলো। এখন পরিধি অনেকটা ছোট হয়ে গেছে। অনেক গাছ ভেঙে সৈকতে পরে আছে। এটা দেখতে তেমন ভালো লাগেনি। সৈকতের পরিবেশটা বেশ ভালো লেগেছে। অনেক পর্যটক এক সঙ্গে যে যার মতো আনন্দ করছে, এটাও বেশ ভালো লেগেছে। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার টোয়াক’র সাধারণ সম্পাদক কেএম জহির বলেন, এভাবে পর্যটকের সংখ্যা বাড়তে থাকলে করোনাকালীন লোকসান পুষিয়ে নিতে পারবেন ব্যবসায়িরা। গত দুই বছরের মধ্যে সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটেছে কুয়াকাটায়। মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন, প্রতিদিনই থানা পুলিশের একটি টিম পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে। কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের এএসপি আব্দুল খালেক বলেন, পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে বার বার সৈকত এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। আগতদের পর্যটকদের নিরাপত্তাসহ সকল দর্শনীয় স্পটে ট্যুরিষ্ট পুলিশ মোতায়েন রয়েছ বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT