কলাপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম কলাপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম - ajkerparibartan.com
কলাপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম

4:24 pm , August 24, 2023

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলার ধালাসার ইউনিয়নের ডিলার নুরুল হুদার বিরুদ্ধে। সরকারি সীলমোহর সংবলিত ৩০ কেজির দুই বস্তায় ৬০ কেজির পরিবর্তে বাজারের প্লাস্টিকের ৫০ কেজির একটি বস্তায় করে চাল বিতরণ করা হয়েছে। খাদ্য বিভাগের নিয়োজিত ডিলার নুরুল হুদা এমন অপকর্ম করেছেন বলে দাবি ভুক্তভোগীদের।
প্রতারিত উপকার ভোগিদের অভিযোগের প্রেক্ষিতে খাদ্যবিভাগ বিষয়টি গত বুধবার সরেজমিনে তদন্ত শেষে ওই ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে বলে জানান সাংবাদিকদের।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে, নুরুল হুদা বরাবর বাবলাতলা বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডধারী ৫০০ দরিদ্র মানুষকে ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি করে চাল বিতরণ করছিলেন। তিনি এই চাল বাবলাতলা বাজারের পরিবর্তে ধূলাসার পায়রাবন্দরের পুনর্বাসন প্রকল্পের একটি ভবনে নিয়ে বিতরণ করছিলেন। চলতি মাসে সরকারি উদ্যোগে একই সঙ্গে দুই মাসের জন্য ৬০ কেজি করে চাল বিতরণের নির্দেশনা রয়েছে। সে হিসেবে কলাপাড়া খাদ্য গুদাম থেকে নুরুল হুদা বরাদ্ধেও অর্ধেক চাল উত্তোলন করেন। তিনি সরকারের সীলমোহর সংবলিত ৩০ কেজির দুই বস্তা চালের পরিবর্তে বাজারের প্লাস্টিকের বস্তায় ভর্তি ৫০ কেজি চাল বিতরণ করেন।
অভিযুক্ত নুরুল হুদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. নুরুল্লাহ জানান, এ ডিলারের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর সত্যতা মেলায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। তার ডিলারশীপ বাতিলের পদক্ষেপ নেয়া হয়েছে। অবিক্রিত চাল খাদ্য বিভাগের লোকজনের উপস্থিতিতে যথাযথভাবে বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। কলাপাড়া উপজেলায় কার্ডধারী ২০ হাজার ১৪২ পরিবারকে ১৫ টাকা কেজি দরে একত্রে দুই মাসের ৬০ কেজি চাল বিতরণ চলছে বলে তিনি নিশ্চিত করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT