আমতলীতে দুই বাসের সংঘর্ষে মা ও শিশু নিহত আমতলীতে দুই বাসের সংঘর্ষে মা ও শিশু নিহত - ajkerparibartan.com
আমতলীতে দুই বাসের সংঘর্ষে মা ও শিশু নিহত

2:50 pm , October 23, 2021

বরগুনা ও আমতলী প্রতিবেদক ॥ আমতলীতে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে শিশুপুত্রসহ মা নিহত হয়েছে। এছাড়াও নিহতের স্বামী ও কন্যাসহ আহত হয়েছে অন্তত ৩০ যাত্রী। গতকাল শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার আমড়াগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মা হলো- চট্রগ্রাম জেলার কাঠগড় ধুমপাড়া এলাকার মো. ইমরান মিয়ার স্ত্রী আয়শা বেগম (৩৫) ও তার ৪ মাসের শিশু পুত্র আয়ান। আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে তারা হলো- ইমরান মিয়া (৪৫), তার কন্যা খাদিজা (১০) ও মরিয়ম (২৫), জুলেখা (৩০) শাহিন (৩৬), বায়েজিদ (৩৫), হাফিজ (৪০), লিটন (৪০), শাহিন (২৫)। আহতদের আমতলী ও পটুয়াখালী, বরিশাল শেবাচিম হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আমতলী থানা ও হাসপাতাল সুত্রে জানা যায়, কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেয় গোল্ডেন লাইন পরিবহনের বাস। আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকায় পৌছুলে চট্টগ্রাম থেকে কুয়াকাটাগামী সেন্টমার্টিন সেবা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন সেন্টমার্টিন সেবা পরিবহনের যাত্রী আয়শা বেগম (৩৫) ও তার ৪ মাসের শিশু পুত্র আয়ান ঘটনাস্থলে মারা যান। নিহত আয়শার মেয়ে আহত মরিয়ম বলেন, বাবা-মা ও তিন ভাই বোনে মিলে গ্রামের বাড়ী চট্রগ্রাম থেকে মহিপুর এক আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যাচ্ছিলাম। পথিমধ্যে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মা ও আমার ভাই মারা গেছেন। আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার মুঠোফোনে জানান , গাড়ী দুটো আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে আমতলী থানায় আনা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT