2:35 pm , October 5, 2021

পাথরঘাটা প্রতিবেদক ॥ খেলার সময় গলায় ফাঁস পরে সোহানা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বেলা সাড়ে নয়টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের জামিরতলা গ্রামে এ ঘটনা ঘটে। সোহানা একই এলাকার সজিব মিয়ার মেয়ে। শিশুর মা সুমা আক্তার জানান, সকালে ডিম রুটি খাওয়ার জন্য বলে সোহানা। শিশুর বাবা বাজারে রুটি আনতে যায় আর মা রান্না ঘরে ডিম ভাজি করতে গেলে ঘরের পাশে পেঁপে গাছের সাথে থাকা রশির সাথে খেলার সময় গলায় ফাঁস পরে ঘটনাস্থলেই সোহানার মৃত্যু হয়। পরে বাবা সজিব এসে দেখতে পান পেঁপে গাছের সাথে গলায় ফাঁসলাগা অবস্থায় নিথর দেহ পরে আছে। এমন মর্মান্তিক মৃত্যুতে ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।