কলাপাড়া রাবনাবাদ চ্যানেলে অভিযানে ২০ মণ ‘ডগ’ প্রজাতির হাঙ্গর জব্দ কলাপাড়া রাবনাবাদ চ্যানেলে অভিযানে ২০ মণ ‘ডগ’ প্রজাতির হাঙ্গর জব্দ - ajkerparibartan.com
কলাপাড়া রাবনাবাদ চ্যানেলে অভিযানে ২০ মণ ‘ডগ’ প্রজাতির হাঙ্গর জব্দ

2:10 pm , April 30, 2021

কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ নদে অভিযান চালিয়ে একটি মাছ ধরা ট্রলার থেকে ডগ প্রজাতির ২০ মণ হাঙ্গর জব্দ করেছে পায়রা বন্দর কোস্টগার্ড সদস্যরা। গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে এফ,বি আল-আমীন ট্রলার থেকে ১৫ লাখ টাকা মূল্যের হাঙ্গর গুলো জব্দ করে। শুক্রবার বেলা দেড়টায় কলাপাড়া বন কর্মকর্তার কাছে হাঙ্গর গুলো হস্তান্তর করা হলে পেট্রোল দিয়ে সেগুলো পুড়িয়ে ফেলা হয়। এসময় কোস্টগার্ড, মৎস্য বিভাগ এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ট্রলার মালিক মো. আল-আমীনসহ অন্যান্য জেলেদের এই ধরনের জলজ প্রানী শিকার না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে কলাপাড়া বন কর্মকর্তা আঃ ছালাম জানিয়েছেন। সাগরে বিভিন্ন প্রজাতির হাঙ্গর রয়েছে জব্দকৃত হাঙ্গর গুলো সেন্ডি বা ডগ প্রজাতির। এগুলো দলগত ভাবে চলাচল করায় জেলেদের জালে আটকে পরে এবং এগুলো সর্বোচ্চ ২০ থেকে ২৫ ইঞ্চি দৈর্ঘ্যরে হয়ে থাকে বলে মৎস্য বিভাগের কর্মকর্তাগণ নিশ্চিত করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT