2:21 pm , January 19, 2021

কলাপাড়া প্রতিবেদক ॥ কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে অভিযান চালিয়ে গাঁজা, নগদ টাকা এবং গাজা বিক্রির সরঞ্জামসহ কাইয়ুম হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের গাজা বিক্রেতার বসত ঘরে অভিযান চালায়। পলিশ সূত্রে জানাগেছে, এস,আই আল-আমীনসহ একটি পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে কাইয়ুম হাওলাদারের ঘরের মেঝ খুড়ে পলিথিনের প্যাকেটে মোড়ানো ৫০০ গ্রাম গাজা, নগদ ১৪ হাজার ৩০০ টাকা এবং একটি ডিজিটাল পরিমাপক (পালা) ও একটি মোবাইলসহ তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতাকে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছে।