মহিপুরে মাস্ক ব্যবহার না করায় ২৬ পথচারীকে জরিমানা মহিপুরে মাস্ক ব্যবহার না করায় ২৬ পথচারীকে জরিমানা - ajkerparibartan.com
মহিপুরে মাস্ক ব্যবহার না করায় ২৬ পথচারীকে জরিমানা

2:40 pm , December 10, 2020

কুয়াকাটা প্রতিবেদক ॥ মহিপুর থানা সদরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে মুখে মাস্ক ব্যবহার না করে সরকারি আইন অমান্য করায় ২৬ জন পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার মহিপুর সাপ্তাহিক বাজারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অবু হাসনাত মোঃ শহিদুল হকের নির্দেশনা ও মহিপুর থানা পুলিশের সহযোগীতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে সকাল ১০ টা থেকে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত করা হয়। এসময় মহিপুর থানা সদরের বিভিন্ন স্থান থেকে মাস্ক ব্যবহার না করে সরকারি আইন অমান্য করায় ২৬ জন পথচারীকে ২ হাজার ৮ শত টাকা জরিমানা ও মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, বর্তমান শীতে করোনা ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ মোকাবিলায় জনসাধারণের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে কঠোর অবস্থানে বাংলাদেশ সরকার। যাদের মুখে মাষ্ক পাওয়া যায়নি তাদের জরিমানা করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT