3:02 pm , November 12, 2020

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় মাস্ক না পড়ে বাজারে চলাফেরা করায় সাত পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকাশ কুমার কুন্ডু শহরের রিক্সা স্ট্যান্ড, মুড়ি বাজার ও লেপপট্টি রোডের গার্মেন্টসের দোকেন অভিযান পরিচালনা করেন। এ সময় মাক্স না পড়ায় উপজেলা তুষখালী গ্রামের কালাম মিয়া পুত্র স্বপন (১৮), তেতুলতলা গ্রামের আঃ ছত্তার হাওলাদারের পুত্র মাহমুদুল হাসান (২৫), বুড়িরচরের আতাহার আলী পুত্র নুরুজ্জামান (৪০), ফুলঝুড়ি গ্রামের সাইফুল ইসলাম (২৫), পৌর এলাকার কালাম মিয়ার পুত্র রুবেল (৩২), মোতাহার হোসেনের পুত্র শাহাদাৎ হোসেন (৩৪) ও পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকার সামছু তালুকদারের পুত্র জসিম উদ্দিন (৩৫) কে জরিমানা করা হয়েছে। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকাশ কুমার কুন্ডু ১০ বছরের কম বয়সী শিশুদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।