3:22 pm , September 22, 2020
ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের একটি খাল থেকে মাথা বিহীন অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গৌরিপুর ইউনিয়নের পৈকখালী গ্রামের ভারানী খালের কাওসার ফরাজির মসজিদের ঘাট থেকে এ মাথাবিহীন অজ্ঞাত যুবকের (৪০) লাশ উদ্ধার করা হয়। গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধূরী বলেলন, সকালে সাড়ে ৮ টার দিকে জানতে পারি পৈকখালী গ্রামের ফরাজীবাড়ি সামনের খালের একটি মাথা বিহীন লাশ ভাসছে। পরে থানা পুলিশকে অবহিত করলে তার লাশ উদ্ধার করে। আমি আমার এলাকায় এবং পাশর্^বর্তী এলাকার চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করে জানতে পারি কেউ নিখোঁজ নেই। ভান্ডারিয়া থানার ওসি এস.এম মাকসুদুর রহমান জানান, সকালে পৈকখালী গ্রামের ভারানী খালের কাওসার ফরাজির মসজিদের ঘাটের পাশে একটি লাশ ভাসতে দেখেস্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথা বিহীন এক যুবকের লাশটি উদ্ধার করে। মরদেহটি উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। তার বাম হাতের কব্জির রগ কাটা, পাজরে আঘাত, বুকের বাম পাশের চাকু বা দাঁড়ালো কোন কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। ওসি এসএম মাকসুদুর রহমান আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণের ও আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। এছাড়াও নিহত যুবকের মাথা উদ্ধার সহ ঘটনার সাথে জড়িতদের আটককের চেষ্টা করছে পুলিশ। জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান ঘটনা স্থল পরিদর্শন করেন। তিনি জানান, ওই মরদেহটি উদ্ধারের কাজ চলছে। মরদেহের এখনো কোন পরিচয় পাওয়া যায় নি।