3:46 pm , September 19, 2020
পিরোজপুর প্রতিবেদক ॥ আওয়ামীলীগ নেতারা মেয়ের বিয়ে পন্ড সহ কনেকে অপহরণ চেষ্টার অভিযোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিন সহ আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে আওয়ামীলীগের নেতৃবৃন্দ। শনিবার শহরের টাউন ক্লাব সড়কে ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন এর মেয়ের বিয়ের আসর থেকে কনেকে অপহরণ চেষ্টার অভিযোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক, ছাত্রলীগ নেতা আব্দুল আলীম ও মো: শাওন সহ সন্ত্রাসীর বিরুদ্ধে গত ১২ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের করা হলেও অজ্ঞাত কারনে কেন এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তারা বলেন, ছাত্রলীগ নামধারী এসব সন্ত্রাসীদের এ হেন অনৈতিক কর্মকান্ডের কারনে আজ দলের ভাবমুর্তি ক্ষতির সন্মুখিন। তাই অবিলম্বে এসব ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে আওয়ামীলীগ ও অংগসংগঠনের ভাবমুর্তি উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। বক্তারা দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে এ সকল সন্ত্রাসীদের অবিলম্বে দল থেকে বহিস্কার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেয়ার আবেদন জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কনের পিতা দেলোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহসান, আওয়ামীগ নেতা গাজী আলাউদ্দিন, সহপাঠী এ্যানী রহমান, সাবেক ছাত্রলীগ নেতা নাজিমউদ্দিন সোহেল সহ আওয়মীলীগ,ছাত্রলীগ ও অংগসংগঠনের নেতা-কর্মীরা। উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর আছর নামাজ বাদ নিজ বাসভবনে তার মেয়ের বিয়ের আক্দ অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক অন্য আসামীদের নিয়ে তাদের বাড়িতে ঢুকে অনুষ্ঠান থেকে তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করে। তখন উপস্থিত আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বাধা দিলে তার মেয়েকে অপহরণ করতে না পেরে বর পক্ষকে নানা হুমকি দেয়। এ ঘটনার পর গ্রাম থেকে আসা বর পক্ষের লোকজন ভয়ে বিয়ে বন্ধ করে তাদের বাড়িতে চলে যায়। এ ব্যাপারে কনের পিতা দেলোয়ার হোসেন অপহরণ চেষ্টার অভিযোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক, ছাত্রলীগ নেতা আব্দুল আলীম ও মো: শাওন সহ ২০/২৫ জনসন্ত্রাসীর বিরুদ্ধে গত ১২ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের করেন।