মঠবাড়িয়ায় তিন জুয়ারিকে জরিমানা মঠবাড়িয়ায় তিন জুয়ারিকে জরিমানা - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় তিন জুয়ারিকে জরিমানা

3:20 pm , September 12, 2020

 

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় তিন জুয়ারিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক ওই তিন জুয়ারিকে জুয়া খেলার অপরাধে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
দন্ডিত জুয়ারিরা হলো উপজেলারজানখালী গ্রামের নির্মল হালদারের ছেলে মিলন হালদার (৩০), মৃত নুর মোহাম্মদ তালুকদারের ছেলে হাসান তালুকদার (৩৫) ও শাহজাহান হাওলাদারের ছেলে রুবেল হাওলদার (২৪)। থানা সূত্রে জানাগেছে, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মধু হালদারের বাগান থেকে জুয়াখেলারত অবস্থায় ওই তিন জুয়ারিকে আটক করে। এসময় জুয়া খেলার ৩,৩৫০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বাকি জুয়ারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার এএসআই আরিফুর রহমান জানান, জুয়া খেলা অবস্থায় তিন জুয়ারিদের আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। পরে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT