কম দামে বিক্রি না করায় মারধর করে তরমুজ লুট কম দামে বিক্রি না করায় মারধর করে তরমুজ লুট - ajkerparibartan.com
কম দামে বিক্রি না করায় মারধর করে তরমুজ লুট

2:07 pm , April 3, 2020

কলাপাড়া প্রতিবেদক ॥ কম দামে তরমুজ বিক্রি না করায় কৃষক মো. টুকু মিয়াকে মারধর করে তরমুজ লুট করে নিয়েছে সন্ত্রাসী মো. মুছা তালুকদারসহ তার সহযোগিরা। এঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের কাউয়ারচর গ্রামে। আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য ৪০ হাজার টাকা ঋন গ্রহন করে এক একর অধিক জমিতে তরমুজ চাষ করেছিলো ওই কৃষক। কৃষক মো. টুকু মিয়া জানায়, তার প্রতিবেশী এবং সরকারি দলের সন্ত্রাসী মুসা তালুকদারের কাছে কমদামে তরমুজ বিক্রিতে রাজি না হওয়ায় মারধর করে তরমুজ লুটে নেয়া হয়েছে। টুকু বর্তমানে তার মাকে নিয়ে বিচারের আশায় কলাপাড়া শহরে দৌড়ঝাপ করছে। কৃষক টুকু জানান, মা, স্ত্রী ও তিন সন্তান নিয়ে তার সংসার। সাগরপারে কাউয়ারচরে নিজের এক একর ২০ শতক জমিতে অনেক কষ্ট করে তরমুজের আবাদ করেন। ফলনও ভাল হয়েছে। এখন বিক্রির সময়। স্থানীয় সেলিম তালুকদারের ছেলে সন্ত্রাসী মুসা তালুকদার সকল তরমুজ মাত্র ৩৭ হাজার টাকায় কেনার জন্য প্রস্তাব দেয়। কিন্তু নগদ টাকা না দেয়ায় টুকু অপর এক বেপারির কাছে তরমুজ ৩৮ হাজার টাকায় বিক্রি দেয়। কিছু তরমুজ চাপলী বাজারে আনেন। বাকি তরমুজ আনার জন্য বাড়ি গেলে পথে আটকে টুকুকে মারধর করে তরমুজ লুটে নেয়। এ ব্যাপারে মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, এঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। আহত টুকু কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT