সমুদ্র উপকূলে রাতের আকাশে উড়েছে ফানুস সমুদ্র উপকূলে রাতের আকাশে উড়েছে ফানুস - ajkerparibartan.com
সমুদ্র উপকূলে রাতের আকাশে উড়েছে ফানুস

2:43 pm , October 13, 2019

কুয়াকাটা প্রতিবেদক ॥ বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ প্রবারণা। সমুদ্র উপকূলীয় এলাকায় এ উৎসব শুরু হয়েছে। এ উৎসবকে ঘিরে সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ার বৌদ্ধ বিহারগুলোতে সাজানো হয়েছে নতুন সাজে। রবিবার সকাল থেকে বৌদ্ধ বিহারগুলোতে দিনভর চলছে পুজা আর প্রার্থনা। পাড়ায় পাড়ায় রাখাইন নারীদের বিন্নি চালের নানা রকমের বাহারী পিঠা পুলি তৈরিরও ধুম পরে গেছে। তিন দিনব্যাপী এ উৎসবের প্রতি রাতেই আকাশে উড়নো হবে ফানুস। ফলে উপজেলার রাখাইন পল্লী গুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় রাখাইন সম্প্রদায় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ২৭টি পল্লীর রাখাইন পল্লী রয়েছে। প্রবারণা উৎসবের অন্যতম আকর্ষণ প্রতিদিন সন্ধ্যার পর পরই রাতের আকাশে ফানুস উড়ানো। এতে আনন্দ উল্লাসে মেতে ওঠে রাখাইন সম্প্রদায়ের যুবকরা। আর প্রতি বছরের ন্যায় এ বছরও ফানুস উড়ানোর দৃশ্য দেখার জন্য বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার লোকজন রাখাইন পাড়াগুলোর আশেপাশে সমবেত হয়। তিনদিন রাতে বিভিন্ন পাড়া থেকে অন্তত: শতাধিক ফানুস আকাশে উড়ানো হবে বলে আয়োজনকারীরা জানিয়েছেন।
রাখাইন টেননান জানান, ফানুস উৎসব এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। রবিবার সন্ধার পর পরই আকাশে ফানুস উড়ানো হবে।
আমখোলা পাড়ার বিজয় রামা বিহারের ভিক্ষু উ-সুচিটা বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এ প্রবারণা পূর্ণিমা। এই দিন গৌতম বুদ্ধ ধর্ম প্রচার শুরু করেন। এ কারণে এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান জানান ,প্রচারণা ও প্রবারণা ও ফানুস উড়ানো উৎসব উপলক্ষে প্রতিটি পাড়ায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT